লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টি। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বইয়ের জুহু থানার পুলিশ। অভিযোগ, আলিয়ার প্রোডাকশন হাউস ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মোট ৭৬.৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে এই প্রতারণা হয়েছে। বেদিকা শেট্টি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। এই সময়ে তিনি আলিয়ার নানা রকম আর্থিক নথিপত্র এবং খরচ সংক্রান্ত কাজ সামলাতেন। অভিযোগ, বেদিকা ভুয়ো বিল তৈরি করে তা আলিয়াকে সই করিয়ে নিতেন। তারপর সেই বিলের টাকা তাঁর এক বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হতো। আবার সেই অ্যাকাউন্ট থেকে ফের সেই টাকা তাঁর নিজের কাছে ফিরে আসত। জানা গেছে, এই ভুয়ো বিলগুলো এতটাই পেশাদারভাবে বানানো হতো যে সেগুলো সত্যিকারের মনে হত।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে চলতি বছরের জানুয়ারিতে। আলিয়ার মা অভিনেত্রী-পরিচালক সোনি রাজদান গত ২৩ জানুয়ারি জুহু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন বেদিকা শেট্টি বারবার নিজের স্থান বদল করছিলেন। প্রথমে তিনি রাজস্থানে যান, পরে কর্নাটক, পুনে হয়ে অবশেষে বেঙ্গালুরুতে আশ্রয় নেন। শেষ পর্যন্ত জুহু থানার পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে আসে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা খুঁজে দেখছে পুলিশ।