এজবাস্টনে ঐতিহাসিক জয়ে সিরিজে সমতা ফেরানোর পর প্রথমেই একজন সাংবাদিকের খোঁজ করেছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। এজবাস্টন টেস্ট শুরুর আগে এই সাংবাদিক একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন গিলের উদ্দেশে। ভারতীয় দল এর আগে কখনও এজবাস্টনে টেস্ট জেতেনি। সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গটি টেনে তিনি জিজ্ঞেস করেন, বিষয়টি অধিনায়ক গিলের জন্য কি বাড়তি চাপ? এ বার লর্ডস টেস্ট শুরুর আগে সেই একই সাংবাদিক গিলের ভূয়সি প্রশংসা করে ভারতের জয়ের সম্ভাবনার কথা তুলে ধরলেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই সাংবাদিকের নাম জো উইলসন। তিনি বিবিসি’র ক্রিকেট করেসপন্ডেন্ট। এজবাস্টনে ৩৩৬ রানে জিতে ওঠার পর সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক প্রথমেই তাঁর খোঁজ করায় ‘গিলের প্রিয় সাংবাদিক’ নামে পরিচিত হয়ে গিয়েছেন জো। এ বার ‘হোম অব ক্রিকেটে’ সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোনো রাখঢাক না করেই জানিয়ে দিলেন, এজবাস্টনে শুভমন গিলের দল যে রকম খেলেছে তাতে লর্ডসে তাঁদের ওপর প্রত্যাশার চাপ থাকবেই।
আরও পড়ুন
জো উইলসন বলেন, “এজবাস্টনে পুরো ৫ দিন ধরে ব্যাটে বলে আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। তাও জশপ্রীত বুমরাহ্কে ছাড়াই। এরপর এই ম্যাচে জয় তারাই ডিজার্ভ করত।” এর পাশাপাশি ‘গিলের প্রিয় সাংবাদিক’ একথাও জানিয়েছেন যে, গিল তাকে ভুল প্রমাণিত করায় তিনি মোটেই অখুশি নন। তাঁর কথায়, “১৯৬০ বা ৭০ এর দশকে ভারত যখন ইংল্যান্ডে আসত তখন তাদের ওপরে কোনও প্রত্যাশা থাকত না। তবে এখন যে ক্রিকেট খেলছে ভারত তাতে তাদের ওপর প্রত্যাশা রয়েছে।” এই কৃতিত্ব তিনি অধিনায়ক গিলকেই দিচ্ছেন। এরই সঙ্গে আরও জানিয়েছেন আগের টেস্টে যেভাবে ইংরেজরা পর্যদুস্ত হয়েছে তাতে লর্ডসে তাদের দলে বেশ কিছু পরিবর্তন দরকার।