সুদীপ্ত চট্টোপাধ্যায়
সুদীপ্ত চট্টোপাধ্যায়– কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রায় আড়াই মাস পর বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বৈঠক। এই বৈঠক নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ বলে জানানো হলেও দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কাশ্মীরের পহেলগাঁওয়ে গত এপ্রিল মাসের মাঝামাঝি জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের তরফে সহমর্মিতা দেখানোর পাশাপাশি রাজৌরি ও পুঞ্চ সেক্টরে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজৌরি ও পুঞ্চের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তৃণমূলের ওই প্রতিনিধি দলের যাওয়া ও স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি কাশ্মীর প্রশাসনের তরফে ইতিবাচকভাবে দেখা হয়েছিল। এবার সেই সৌজন্য ফেরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখা করতে নবান্নে আসছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বৃহস্পতিবার সকালে কলকাতার একটি পর্যটন মেলাতেও অংশ নেবেন ওমর আবদুল্লাহ। মূলত পহেলগাঁও ঘটনার পর ভূস্বর্গের পর্যটন বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। আর ভ্রমণ পিপাসু বাঙালি কাশ্মীর পর্যটনের একটা বড় অঙ্গ। একথা মাথায় রেখেই ভূস্বর্গের পর্যটনকে ফের চাঙ্গা করার লক্ষ্যে বাংলার পর্যটন মেলায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর উপস্থিতি আলাদা মাত্রা এনে দেয়। সরকারি স্তরে আপাতত মমতা-ওমর বৈঠককে সৌজন্যের সাক্ষাৎ বলে বিবেচিত করা হলেও এই বৈঠকের নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্যের রাজ্যে এনআরসি ইস্যু নিয়ে সরব হয়েছেন ‘ইন্ডিয়া’-র অন্যতম মুখ তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতে নির্বাচন কমিশনের উদ্যোগে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন মমতা। শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গসহ বাকি রাজ্যগুলোতেও একইভাবে ভোটার তালিকা সংশোধনের নাম করে যোগ্য ভোটারদের বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন বলে দাবি তুলেছেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন
পাশাপাশি, জম্মু-কাশ্মীরে ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। সব মিলিয়ে দুই মুখ্যমন্ত্রী তথা ‘ইন্ডিয়া’-র অন্যতম দুই নেতৃত্বের এই বৈঠকে এই সমস্যা রাজনৈতিক সমাধান নিয়েও আলোচনা হতে পারে বলে সম্ভাবনা। এছাড়া সামগ্রিক ভাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্র-বিরোধী লড়াইয়ের প্রসঙ্গও উঠে আসতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখযোগ্য, সর্বভারতীয় বিরোধী জোট গঠনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ইতিমধ্যেই বেশ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং নিয়মিত কথাবার্তা সেই উদ্যোগকে আরও ইতিবাচক করেছে বলে রাজনৈতিক সূত্রে খবর। এর আগেও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও আরজেডি নেতা তেজস্বী যাদব কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করেছেন। এবার সেই তালিকাভুক্ত জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লাহ। ঠিক সেই প্রেক্ষিতেই এই সফরকে ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক কৌতূহল।