অবশেষে ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ছাড়পত্র পেল Starlink। ইলন মাস্কের সংস্থাকে ভারতে পরিষেবা চালু করার লাইসেন্স দিল স্পেস কমিউনিকেশন সার্ভিস রেগুলেটর IN-SPACe। জিও, এয়ারটেল পর ইলন মাস্কের সংস্থা Starlink-কের হাতেও এল ভারতের মাটিতে স্যাটেলাইট পরিষেবা শুরু করার লাইসেন্স। যা দেশের মাটিতে ইন্টারনেট পরিষেবায় বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে।
গত ২০২২ সাল থেকে কথা চলছে মাস্কের সংস্থা স্টারলিঙ্ক ভারতের মাটিতে স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ করবে। অবশেষে আশার আলো! তবে প্রকাশিত খবর অনুযায়ী, Starlink এখনই বাণিজ্যিক ভাবে পরিষেবা চালু করবে না। এজন্য স্পেকট্রাম অ্যালোকেশনের জন্য মাস্ককে অপেক্ষা করতে হবে।
পাঁচ বছরের জন্য মিলেছে লাইসেন্স
পিটিআই’য়ের প্রকাশিত খবর অনুযায়ী, স্পেস বেসড ইন্টারনেট পরিষেবা ইলন মাস্ককে শুরু করার লাইসেন্স দেওয়া হয়েছে। স্টারলিঙ্ক Gen 1 ক্যাপাসিটির LEO স্যাটেলাইটের মাধ্যমে ভারতে ব্রডব্যান্ডের সুবিধা দেবে। ফলে প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাবে ইন্টারনেট। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্পেস কমিউনিকেশন সার্ভিস রেগুলেটর IN-SPACe এর তরফে মাস্কের সংস্থাকে পাঁচ বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গত কয়েকদিন আগে কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, স্টারলিঙ্ক যাতে সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট বেসড পরিষেবা দিতে পারে, সেজন্য সরকারের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। অন্যদিকে IN-SPACe এর চেয়ারম্যানও জানিয়েছেন, Starlink-কে লাইসেন্স সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই জানানো হয়েছে।
নেটওয়ার্ক ছাড়াই হবে কলিং
Starlink স্ট্যাটেলাইট সার্ভিস শুরু করলে ইন্টারনেট পরিষেবায় যেমন গতি আসবে, তেমনই কথা বলাও সহজ হবে। বিশেষ করে জরুরি সময় মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। একই সঙ্গে হাই স্পিড ইন্টারনেটও মিলবে। তবে এক্ষেত্রে খরচ অনেকটাই বেশি। পিটিআই’য়ের খবরকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, স্টারলিঙ্কের সার্ভিস নিলে প্রত্যেক মাসে প্রায় ৩,৩০০ টাকা খরচ করতে হবে। এছাড়াও অন্যান্য সরঞ্জাম কেনার খরচও অনেক বেশি।
আরও পড়ুন
এক্স কর্তার সংস্থা SpaceX পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে। কিন্তু কবে থেকে মিলবে পরিষেবা? খবর বলছে, অপেক্ষা এখন শুধুই স্পেকট্রাম অ্যালোকেশনের। একই সঙ্গে বেস স্টেশন তৈরি হলেই ভারতে পাকাপাকিভাবে ব্রডব্যান্ড পরিষেবা দেবে স্টারলিঙ্ক।