ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা রাজকুমার রাও। আপাতত তিনি ব্যস্ত আগামী ছবি ‘মালিক’-এর প্রচারে। এরই মাঝে ফাঁস করলেন তাঁর এক ‘হতে পারত’ টার্নিং পয়েন্টের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সুপারহিট ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ প্রাথমিকভাবে লেখা হয়েছিল রাজকুমার ও নওয়াজউদ্দিনের চরিত্রের লড়াই নিয়ে। কিন্তু পরবর্তীকালে চিত্রনাট্যে বড়সড় বদল ঘটে যার ফলে তাঁর চরিত্রটা পুরোপুরি বদলে যায়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পরিচালক অনুরাগ কাশ্যপ নিজে রাজকুমার রাওকে ফোন করেছিলেন, জানান রাজকুমার। তাঁর কথায়, ‘সেই সময়, ওয়াসেপুর আমার আর নওয়াজের মধ্য়ে হওয়ার কথা ছিল। এই দুই চরিত্রকে নিয়ে গল্পটা ছিল।’ পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলেন তিনি। রাজকুমার এও জানান যে তিনি ও নওয়াজ একসঙ্গে আসল ওয়াসেপুরের উদ্দেশে রওনা দেন চরিত্রের প্রস্তুতি নেবেন বলে। সঙ্গে ছিলেন লেখক জিশান কাদরি। রাজকুমার বলেন, ‘কিছুদিন ওখানে ছিলাম আমরা। আমি সেখানকার লোকজনের গলা রেকর্ড করতাম আমার ভয়েস রেকর্ডারে যাতে ওই বাচনভঙ্গিটা রপ্ত করতে পারি। দারুণ মজা হয়েছিল।’
কিন্তু তারপর? রাজকুমার জানাচ্ছেন তখন তিনি ‘রাগিনী এমএমএস’ ছবির প্যাচওয়ার্ক করছিলেন। সেই সময় একদিন অনুরাগ কাশ্যপের ফোন আসে এবং তিনি অফিসে দেখা করতে বলেন। সেই মিটিংয়ে অপ্রত্যাশিত এক খবর পান রাজ। অভিনেতার কথায়, ‘পরিচালক বললেন, ‘শোন, স্ক্রিপ্ট এসে গেছে কিন্তু এখন সেটায় তোর চরিত্রের আর কিছুই নেই, তো তুই দেখ কী করবি।’ উনি আমাকে বেছে নিতে বলেন ঠিকই সঙ্গে এটাও বলেন যে আমি সিনেমায় থাকলে উনি খুশিই হবেন।’ হতাশ হলেও রাজকুমার সিনেমাটা করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমি বলি, ‘স্যার আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আমি জানি না কত বড় চরিত্র কিন্তু যাই থাকুক আমি করব’।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
তবে চিত্রনাট্যে এমন বদলে যে বেশ কষ্ট পেয়েছিলেন রাজকুমার, তাও স্বীকার করে নিলেন এক বাক্যে। তাঁর কথায়, ‘অবশ্যই একটু খারাপ লেগেছিল কারণ আমি জানতাম না যে কতটা কেটেছে। খারাপ লেগেছিল যে আমরা তো ট্রেনে করে গিয়েছিলাম, ৩ দিন লেগেছিল ওখানে পৌঁছতে। কারও কাছে টাকা ছিল না। কিন্তু কাজ করতে পারছি সেই কারণে মেনে নিয়েছিলাম।’ রাজকুমার রাওয়ের নাম হংসল মেহতার কাছে ‘শাহিদ’ ছবির জন্য প্রস্তাব করেছিলেন অনুরাগ কাশ্যপই, এমন ছবি যা রাজকুমারের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। অনুরাগকে ধন্যবাদ জানান অভিনেতা সেই কারণে।