সুযোগ এসেছিল ব্রায়ান লারাকে টপকে টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হওয়ার। সেই সুযোগ স্বেচ্ছায় হাতছাড়া করেছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। বুলাওয়াওয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি যখন ইনিংস ঘোষণা করেন তখন ব্যাট করছিলেন ৩৬৭ রানে। পরে মুল্ডার জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন ৪০০ রানের রেকর্ডটি লারার মত কিংবদন্তির নামের পাশেই থাকুক। সে কারণেই তড়িঘড়ি ইনিংস ডিক্লেয়ার করে দেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এ হেন মুল্ডার এ বার সামনে আনলেন এক নয়া তথ্য। তিনি জানালেন, ঘটনাটির পর লারার সঙ্গে তাঁর কথা হয়েছিল। আর ক্যারিবিয়ান কিংবদন্তি এই ঘটনায় কিছুটা অসন্তোষই প্রকাশ করেছেন। ম্যাচ শেষে একটি সাক্ষাৎকারে প্রোটিয়া অধিনায়ক বলেন, “লারার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আমার অবশ্যই রেকর্ডটির পিছনে ছোটা উচিত ছিল। তিনি আরও বলেন যে, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য।”
নিজের ৩৬৭ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করেন মুল্ডার। আর মাত্র ৩৪ রান করতে পারলেই লারার রেকর্ড ভেঙে তিনিই হয়ে যেতেন টেস্টে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের মালিক। এ রকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় ওয়েস্ট ইন্ডিজের আরেক প্রাক্তন তারকা ক্রিস গেইল বেজায় অসন্তুষ্ট। তাঁর মতে, ভয় পেয়েই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুল্ডার। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের কথায়, “এই রকম সুযোগ জীবনে আর কখনও পাবেন না মুল্ডার।”
আরও পড়ুন
এ বার মুল্ডার নিজে জানালেন, স্বয়ং ব্রায়ান চার্লস লারার মতও ভিন্ন কিছু নয়। বলেন, “লারা আমাকে বলেছেন, আমি আমার নিজের একটা লেগ্যাসি তৈরি করছি। সুতরাং রেকর্ডটি ভাঙার চেষ্টা আমার অবশ্যই করা উচিত ছিল। তিনি এও জানিয়েছেন যে যদি আমি ভবিষ্যতে আবার কখনও ওই জায়গায় পৌঁছই, তা হলে অবশ্যই নয়া রেকর্ড তৈরির পেছনে ছোটা উচিত।” যদিও এরই সঙ্গে মুল্ডার যোগ করেন, “এটা ছিল লারার মত। তবে আমি মনে করি, যা করেছি ঠিকই করেছি। আমি এ বিষয়টি নিয়ে আমাদের হেড কোচের সঙ্গেও কথা বলেছি।”