দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে টেসলা। চলতি মাসেই মুম্বইয়ে বিলাসবহুল এই ইলেকট্রিক ভেহিকল নির্মাতা সংস্থা তাদের শোরুম খুলতে চলেছে। গত কয়েক বছর ধরে ভারতের মাটিতে ব্যবসা বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল ইলন মাস্কের সংস্থা টেসলা। আমদানি কর-সহ একাধিক জটিলতার কারণে বার বার আটকে যায় গোটা প্রক্রিয়া। যদিও শেষমেশ সমস্ত জটিলতা কাটিয়ে ভারতের মাটিতে পা রাখছে এই সংস্থা। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তৈরি টেসলার প্রথম শোরুম।
সব ঠিক থাকলে আগামী ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার শোরুমের উদ্বোধন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে শোরুমের আগাম ঝলকও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি সাজানো একের পর এক টেসলার বিলাসবহুল গাড়ি। প্রায় চার হাজার বর্গ ফুট জায়গা জুড়ে এই শোরুম তৈরি হয়েছে। সংস্থার দাবি, গ্রাহকরা শোরুমে এসে যেমন সামনে থেকে গাড়ি দেখতে পারবেন, আবার টেস্ট ড্রাইভ নেওয়ারও সুযোগ থাকবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রকাশিত খবর অনুযায়ী, টেসলা ভারতীয় গ্রাহকদের Model Y ভেরিয়েন্টের ছয়টি মডেলের উপর অফার দেওয়ার পরিকল্পনা করেছে। সংস্থার অন্যতম বিক্রিত ইলেকট্রিক ভেহিকল। আপাতত এই মডেল রাখা হয়েছে শোরুমে। সংস্থার তরফে গাড়িগুলির দামের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গাড়িগুলির দাম ভারতীয় মুদ্রায় ২৭.৭ লাখ টাকা থেকে শুরু। এখানেই শেষ নয়, এর উপরে থাকবে আমদানি কর। প্রায় ২১ লাখ টাকা পর্যন্ত আমদানি শুল্ক চাপতে পারে। ফলে আত্মপ্রকাশের পরেই টেসলার গাড়ির আদৌতে দাম কত পড়বে তা স্পষ্ট হবে।
শুধু ইলেকট্রিক গাড়িই নয়, ইভি, চার্জার সহ সমস্ত আনুষাঙ্গিক জিনিসও টেসলার শোরুম থেকে কেনার সুযোগ থাকবে। এমনকী টেসলা সুপার চার্জারও কেনার সুযোগ রয়েছে বলে দাবি। প্রকাশিত খবর অনুযায়ী, চিন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা টেসলার হাব থেকে প্রচুর পণ্য ভারতে নিয়ে আসা। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার বেশি ইলেকট্রিক পণ্য ভারতে আমদানি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
যা খবর, শুধু মুম্বই নয়, আগামিদিনে দিল্লি এরোসিটি কমপ্লেক্সে দ্বিতীয় শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার। এমনকী আগামিদিনে বেঙ্গালুরুতেও শোরুম সংস্থা খুলতে পারে। তবে বিক্রির উপর অনেকটাই নির্ভর করবে নতুন শোরুম খোলার বিষয়টি। তবে এই তালিকায় আপাতত কলকাতার নাম নেই। প্রাথমিকভাবে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুতেও টেসলার শোরুম খুলবে বলে দাবি করা হয়েছে প্রকাশিত খবরে। টেসলা ভারতে আসা ‘সাপে বর’ বলছেন বিশ্লেষকরা। তাঁদের কথায়, আগামিদিনে ভারতের মাটিতে ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা বাড়বে।