স্ত্রী বিয়োগ হয়েছে জুন মাসের শেষের দিকে। কিন্তু মনের মানুষকে ভোলা কি এত সহজ? শেফালি জরিওয়ালার মৃত্যুর পর থেকে প্রায়ই তাঁকে নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন স্বামী পরাগ ত্যাগী। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে যে কটাক্ষ তারকাদের নিত্যসঙ্গী। স্ত্রীয়ের মৃত্যুর পর এত ‘ঘন ঘন’ পোস্ট দেখে নেটিজেনদের কটাক্ষের শিকার পরাগ। যদিও তাঁদের কথা গায়ে মাখতে নারাজ তিনি। উল্টে বললেন, শেফালির স্মৃতি ‘সকলের সঙ্গে উপভোগ করে যাবেন’ তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পরাগ। স্ত্রী শেফালির সঙ্গে কাটানো একাধিক মধুর স্মৃতির কোলাজ। একটি অংশে দেখা গেল পরাগের হাত ধরে রয়েছেন শেফালি। একটি ক্লিপে তাঁদের সঙ্গে হাজির পোষ্য সিম্বাও। ক্যাপশনে লেখেন, ‘একসঙ্গে আজীবন’। এরপরেই কমেন্ট সেকশনে পরাগ নিজেই লেখেন, ‘যাঁরা দৃষ্টি আকর্ষণের জন্য বারবার লিখছেন যে আমার এত ঘন ঘন পোস্ট করা উচিত নয়, তাঁদের উদ্দেশে বলছি। ভাই সবাই আপনাদের মতো হয় না। পরী সোশ্যাল মিডিয়ায় থাকতে ভালোবাসত। এবং ও যে ভালোবাসা পেত তা উপভোগ করতো।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
তিনি সঙ্গে এও পরিষ্কার করে দেন যে তিনি নিশ্চিত করবেন যেন এই ভালোবাসা শেফালি আজীবন পেতে থাকে। তিনি নিজে বিশেষ সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকতেন না কখনও, কিন্তু ‘এখন পরী আমার হৃদয়ে রয়েছে। এবং আমি নিশ্চিত করব যেন ও চিরকাল এই ভালোবাসা পেতে থাকে। এবং এখানে না থেকেও যেন সোশ্যাল মিডিয়ায় থাকে।’ নিজের হ্যান্ডেল তিনি স্ত্রীকেই উৎসর্গ করে দিতে চান। সেখানেই প্রতি পোস্টে জ্বলজ্বল করবে তাঁদের ভালবাসার মুহূর্তরা। তাঁর মতে শেফালির অনুরাগীদের কাছে তাঁকে জিইয়ে রাখা কর্তব্য।
“আপনাদের মতো নেগেটিভ লোকেরা কী ভাবছেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাদের নিয়ে ভাবি না, কিন্তু আমি ভাবি সেই সব অসাধারণ মানুষদের নিয়ে, যারা ওঁকে ভালোবেসেছে, এখনো ভালোবাসে এবং চিরকাল ভালোবাসবে। আমি তোমাদের সবার সঙ্গে মিলেই ওর স্মৃতিগুলোকে সযত্নে সংরক্ষণ করব।” পরাগ কমেন্টের শেষ করেন এই বলে।