দেখতে দেখতে বছর পার। ঠিক এক বছর আগেই গাঁটছড়া বাঁধেন দেশের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। কয়েক মাস ধরে দফায় দফায় চলতে থাকা সেই সেলিব্রেশনের অংশ হয়েছিলেন দেশের তাবড় তারকারা। শুধু তাই নয়, এসেছিলেন বিদেশের নামী ব্যক্তিত্বরাও। প্রাক-বিবাহ অনুষ্ঠান, গণবিবাহ ইত্যাদি ছাড়াও মূল বিয়ের অনুষ্ঠান হয়েছিল তিন দিন ধরে। ১২ জুলাই থেকে ১৪ জুলাই, ২০২৪, ধুমধাম করে ছোট বউকে ঘরে তোলেন মুকেশ-নীতা। এবার তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন শাহরুখ-সলমন সহ একাধিক বলিউড তারকারা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং-সহ একাধিক সেলিব্রিটি বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার রাত ১২টা বাজার কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় অনন্ত-রাধিকার একটি ছবি পোস্ট করেন বলিউডের কিং খান। সাদা-কালো ছবিতে ঝলমল করছে দম্পতির হাসি। ক্যাপশনে লেখেন, ‘এই সুন্দর দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই। একসঙ্গে আরও অনেকগুলো বছর কাটিয়ে দাও… অনেক ভালোবাসা ও সুস্বাস্থ্যের কামনা করি। দুজনকেই ভালোবাসা।’
সলমন খানও অনন্ত ও রাধিকার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনন্ত ও রাধিকা, আনন্দে থেকো, ঈশ্বর মঙ্গল করুন। ভালোবাসা।’ রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতির ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান।
২০২৪ সালের শুরুর বেশ কয়েক মাস উৎসবেই কেটেছে বলা চলে দেশবাসীর। আম্বানি-মার্চেন্ট বিয়ের আসরে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ একাধিক মানুষ এসেছিলেন। বিল গেটস, মার্ক জুকারবার্গ, বরিস জনসন থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, জন সিনা, কেউই বাদ যাননি এই বিয়ের আসরে। এছাড়া সপরিবারে শাহরুখ খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, অরিজিৎ সিং, দীপিকা পাড়ুকোন, রাম চরণ – বহু বহু মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে। তাঁদের রিসেপশন পার্টিতে বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও আমন্ত্রিত ছিলেন। গত বছরের গ্র্যান্ড ইভেন্ট ছিল এই বিশালাকার বিয়ে। রীতিমতো মহোৎসবের চেহারা নিয়েছিল।