মাসে মাসে সামান্য সঞ্চয়ে পাঁচ বছর শেষে রিটার্ন বাবদ পেতে পারেন বিপুল অঙ্কের টাকা। পোস্ট অফিসে সঞ্চয়ে মিলছে এমনই সুবর্ণ সুযোগ। চিঠি, পার্সেল আদান প্রদান ছাড়াও আমানত সঞ্চয়ের উপর সুদ প্রদান করে ডাকঘর। তাই অনেকেই ব্যাঙ্কের পাশাপাশি টাকা জমান পোস্ট অফিসেও। আর এবার গ্রাহকদের জন্য দারুণ স্কিম নিয়ে এল ভারতীয় ডাকঘর।
মেডিক্যাল এমার্জেন্সি হোক সন্তানদের উচ্চশিক্ষা, আর্থিক সুরক্ষা এখন আশু প্রয়োজন। বিলাসিতার জন্যে নয়, বরং স্বাভাবিক জীবনযাপনে হঠাৎ কোনও জরুরি দরকারে বড় অঙ্কের টাকার প্রয়োজন হতেই পারে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা পৌনঃপুনিক আমানতে টাকা জমালে তেমনই সুবিধা পাওয়া যাবে। সঞ্চয়ী আমানতের সঙ্গে পৌনঃপুনিক আমানতের কিছু পার্থক্য রয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পৌনঃপুনিক বা রেকারিং অ্যাকাউন্ট খুললে সেখানে একটি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হয়। সঞ্চয়ী আমানত বা সেভিংস অ্যাকাউন্টের মতো যখন তখন টাকা তোলা যায় না। ফলে মেয়াদ শেষে রেকারিং অ্যাকাউন্টে সুদসমেত মোটা টাকা রিটার্ন হিসেবে পাওয়া যায়। যারা মাসে অল্প অল্প করে সঞ্চয় করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে পোস্ট অফিসে।
মাসে ন্যূনতম ১০০ টাকা করে জমাতে পারেন পোস্ট অফিসের রেকারিং অ্যাকাউন্টে। তাতে বছরে ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস। অর্থাৎ যদি কেউ মাসে ১০ হাজার টাকা করে জমান, তাহলে পাঁচ বছর বাদে তার মোট আসল হবে ৬ লক্ষ টাকা। কিন্তু সদসমেত তিনি ফেরত পাবেন ৭ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে ১ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা বাড়তি লাভ করবেন ওই গ্রাহক।