আগামী সোমবার তৃণমূলের ‘২১ জুলাই’। রেকর্ড ভিড়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় চলছে সভা-সমাবেশ। মনে করা হচ্ছে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা বাজাতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই আগামী শুক্রবার অর্থাৎ ১৮ তারিখ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফে সরকারিভাবে এই সভার কথা জানানো হয়েছে।
রাজ্যে বিধানসভা ভোটের বাকি আগামী কয়েকটা মাস। কার্যত কাউন্টডাউন শুরু। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। তবে পুরোদমে ময়দানে নামের আগে শীর্ষ নেতৃত্বে বদল এনেছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্যকে আনা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরেই পুরনো এবং নতুনদের সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। এমনকী মাঠে নেমে কাজও শুরু করে দিয়েছেন শমীক। এর মধ্যেই বঙ্গে মোদীর সভা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনে’র অর্থাৎ পরিবর্তনের লক্ষ্যে যে এই সভা তা কার্যত নামেই স্পষ্ট। ফলে এই সভা থেকে প্রধানমন্ত্রী বার্তা কী থাকে সেদিকেই নজর থাকবে সবার। বিশেষ করে তৃণমূলের ২১ জুলাইয়ের আগে মোদীর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী ১৮ জুলাই বঙ্গে মোদীর জোড়া সভার কথা শোনা যাচ্ছিল। যার মধ্যে একটি দমদল সেন্ট্রাল জেলের মাঠে হতে পারে বলেও শোনা যাচ্ছিল। তবে এদিন বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুরের সভার কথাই জানানো হয়েছে।
আমন্ত্রণ পেয়েছেন দিলীপ?
অন্যদিকে বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষকে ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত কয়েকদিন আগেই সল্টলেকে বিজেপি দফতরে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রাক্তন সাংসদ। এমনকী কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েও শীর্ষনেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, দুর্গাপুরে প্রধানমন্ত্রী মোদীর সভার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির কাছে। আর তাতেই স্পষ্ট বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব কমছে। ফলে বিধানসভা ভোটের আগে আরও একবার দিলীপ ঘোষকে সক্রিয় ভূমিকায় দেখা যাবে? আর শুরুটা হবে মোদীর সভা থেকেই? চর্চা রাজনৈতিকমহলে।
যদিও অন্য একতি সূত্রের দাবি, দলের তরফে দিলীপ ঘোষের কাছে এখনও কোনও আমন্ত্রন যায়নি। তবে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শ্রোতা হিসাবেই মোদীর সভায় উপস্থিত থাকবেন।