রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা গেল এক মহিলাকে, পরনে কালো জামা, এলোমেলো চুল, আচরণে অসামঞ্জস্য। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। পরে জানা যায়, ওই মহিলা বাংলা টেলিভিশনের অভিনেত্রী সুমি হর চৌধুরী। সোমবার দুপুরে বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলাকে দীর্ঘক্ষণ রাস্তায় একা ঘুরতে দেখা যায়। আচরণে ছিল অসংলগ্নতা। কখনও বলছেন তিনি বেহালার বাসিন্দা, কখনও বলছেন বোলপুর থেকে এসেছেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি। আমার নাম সুমি হর চৌধুরী।”
প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশের অনুমান, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরে স্থানীয়রা সামাজিক মাধ্যমে তাঁর নাম খুঁজে অভিনয়ের বেশ কয়েকটি ভিডিও ক্লিপও উদ্ধার করেন। সূত্রের খবর, তিনি ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘অনামিকা’ চরিত্রে অভিনয় করেছিলেন।
এই মুহূর্তে তাঁকে স্থানীয় মিশনারিজ অফ চ্যারিটির হেফাজতে রাখা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। জানা গিয়েছে, অভিনেত্রীর একটি মেয়ে রয়েছে, তবে তাঁদের মধ্যে সম্প্রতি কোনও যোগাযোগ ছিল না। বেহালা থানাতেও খবর পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সুমি দীর্ঘদিন ধরেই একা থাকতেন। কিছু সূত্র বলছে, তিনি মানসিক চাপ ও নেশার সমস্যায় ভুগছিলেন। যদিও, এই বিষয়ে পুলিশ এখনও কিছু নিশ্চিত করেনি।
তাঁর বর্ধমানে কীভাবে আসা, কেন এই অবস্থায় রাস্তায় ঘুরছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এক সময়ের পরিচিত মুখের এই পরিণতি ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে চর্চা।