এ বার অলিম্পিকেও দেখা যাবে ক্রিকেটকে। বিশ্বকাপ জয়ের পর এ বার অলিম্পিকেও সোনা জেতার সুযোগ ভারতীয় ক্রিকেট দলের সামনে। সেই সঙ্গে ভারতের জার্সিতে আবারও দেখা যেতে পারে বিরাট কোহলিকে। ১৯০০ সালে প্রথমবার তথা এ যাবৎ মাত্র একবার ক্রিকেটের ইভেন্ট হয়েছিল অলিম্পিকে। ১২৮ বছর পর ফের অলিম্পিকের মঞ্চে ফিরতে চলেছে ব্যাট-বল। জানা গিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মোট ১৭ দিন ধরে চলবে ক্রিকেটের ইভেন্ট। আর প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ইভেন্ট কবে হবে তা ঘোষণা করা হল অলিম্পিক কমিটির তরফে। উল্লেখ্য, পুরুষ এবং মহিলা দুই ধরণের বিভাগই যে ক্রিকেটের ইভেন্টে থাকছে সে কথা আগেই জানানো হয়েছিল অলিম্পিক আয়োজক সংস্থার তরফে। তারা এও জানায়, দুটি বিভাগেই মোট ৬ টি করে দল থাকবে। এবং প্রত্যেক দলেই থাকবেন মোট ১৫ জন করে ক্রিকেটার। এ বার জানিয়ে দেওয়া হল, ১২ জুলাই থেকে শুরু হবে এই ক্রিকেটের ইভেন্ট।
প্রতিদিন দুটি করে ম্যাচের কথা জানিয়েছে অলিম্পিক আয়োজনকারী সংস্থা। ম্যাচগুলি হবে লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পোমোনার একটি অস্থায়ী মাঠে। ২০ জুলাই মেয়েদের এবং ২৯ জুলাই পুরুষদের ইভেন্টে পদকজয়ের ম্যাচগুলি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সকাল নটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায়। অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে নয়টা এবং পরেরদিন সকাল সাতটায় দেখা যাবে ম্যাচগুলি। যদিও ক্রিকেটের ইভেন্টে ৬ টি দল কীভাবে বেছে নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন
যে হেতু আমেরিকা আয়োজক দেশ, তাই তাদের সরাসরি যোগ্যতা অর্জন করার কথা। কিন্তু বাকি পাঁচটি ফাঁকা স্লটে কোন কোন দলকে কীভাবে বেছে নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এ দিকে অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে বিরাট কোহলির নাম। গত বছর বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও বিরাট জানিয়েছিলেন, অলিম্পিকে ভারতীয় দল যদি ফাইনালে ওঠে তা হলে অবসর ভেঙে সেই ম্যাচ খেলবেন তিনি। কারণ বিশ্বকাপ জয়ের মত অলিম্পিকে সোনা জেতাটাও এক বিরাট সম্মান। তাই ভারত যদি সত্যি সত্যিই অলিম্পিকের ফাইনাল খেলতে পারে তা হলে কিং কোহলি নিজের কথা রাখেন কি না সেটাই দেখার।