পহেলগাঁও কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল টাইমস অফ ইন্ডিয়া। নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ২২ এপ্রিলের ওই ঘটনার পেছনে ছিল পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সেনার উচ্চাধিকারিকদের নির্দেশ ও পরিকল্পনা। যদিও ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট নিয়ে এখনো কোনও মন্তব্য করেনি।
ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সেনার তরফে নির্দেশ আসার পর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার ছক কষেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও লস্কর ই তইবা। তবে এই হামলায় যেন কোনো কাশ্মীরি জঙ্গিকে বেছে না নেওয়া হয় তার কড়া নির্দেশ ছিল পাক সেনার তরফে। তাহলে হামলার গোপনীয়তা বজায় থাকবে না বলেই সন্দেহ করছিল তারা। এরপর বেছে নেওয়া হয় বিশেষভাবে দক্ষ পাক জঙ্গিদের। ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আইএসআই-এর তরফে লস্কর কমান্ডার সাজিদ জাটকে নির্দেশ দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরে যাতে শুধুমাত্র বিদেশি জঙ্গিদের নিযুক্ত করা হয়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
হামলার জন্য বেছে নেওয়া হয় পাকিস্তানের স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডো সুলেমানকে। সুলেমান ২০২২ সালে জম্মুতে অনুপ্রবেশের আগে লস্করের ঘাঁটি মুরিদকেতে প্রশিক্ষণ নিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম। স্যাটেলাইট ফোনের লোকেশন অনুযায়ী হামলার আগে ১৫ এপ্রিল এই সুলেমন ছিল কাশ্মীরের ত্রালে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে এক কাশ্মীরি সহ ২৫ পর্যটককে হত্যার দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার পর সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর চালায় ভারত।