সুদীপ্ত চট্টোপাধ্যায়– বোলপুর থানার আইসি-কে অনুব্রত মণ্ডলের হুমকি মামলায় বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে তলব করল জাতীয় মহিলা কমিশন। আগামী ২৩ জুলাই সকাল ১১ টায় দিল্লিতে কমিশনের সদর দফতরে বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে সশরীরে হাজিরা দিতে বলল জাতীয় মহিলা কমিশন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকালই ভার্চুয়ালি বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের শুনানিতে হাজির হন বীরভূমের এসপি। কমিশনের কাছে ঘটনার রিপোর্টও জমা দেন বীরভূমের পুলিশ সুপার। যদিও বীরভূমের এসপি-র দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। কি কারণে অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে বাদানুবাদে মহিলাদের প্রসঙ্গ আসে এবং কোন পরিস্থিতিতে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য উঠে আসে দু’জনের বাদানুবাদে তা জানতে চায় জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় জেলা পুলিশের সর্বোচ্চ পদাসীন হয়ে কি পদক্ষেপ করেছেন এসপি তাও জানতে চায় কমিশন।
যদিও সার্বিকভাবে বীরভূমের এসপি-র ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। সেকরণেই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে গত ১১ জুলাই জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে বীরভূমের পুলিশ সুপারের করা মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছিলেন যে বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে যদি এই মামলায় চলো পরে জাতীয় মহিলা কমিশন সে ক্ষেত্রে তিনি কোন প্রতিনিধিকে যাবতীয় নথিপত্র সহ দিল্লিতে পাঠাতে পারবেন।
আগামী ২৩ জুলাই জাতীয় মহিলা কমিশনের তরফে বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে তলব করা হলেও তিনি সশরীরে দিল্লিতে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখযোগ্য, বোলপুর থানার আইসি লিটন মন্ডলকে অনুব্রত মণ্ডলের হুমকি মামলায় গতকাল জাতীয় মহিলা কমিশনের সঙ্গে বীরভূমের জেলা পুলিশ সুপারের যে ভার্চুয়াল বৈঠক হয়েছিল সেই বৈঠকে থাকার জন্য বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে ই এই ঘটনার যাবতীয় নথি ও রিপো জমা দিয়েছিলেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ।