শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ় ও বেনি ব্লাঙ্কো। শোনা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরেই বিয়ে সারবেন হবু দম্পতি। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোয় দুই দিনের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে খবর। সৌন্দর্য্য ঔজ্জ্বল্য গ্ল্যামার সব থাকলেও সেখানে ঘনিষ্ঠ মহলই কেবল উপস্থিত থাকবেন বলে খবর। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন সেলেনা ও ব্লাঙ্কো, খবর এমনই।
‘দ্য ডেইলি মেল’ সূত্রে খবর, সপ্তাহান্তে বিয়ের আসর বসানোর কথা ভাবা হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুমহল ও পরিবারের মধ্যে ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে অতিথিদের একরাতের মতো জামাকাপড় সরঞ্জাম নিয়ে আসার কথা বলা হয়েছে বলেও খবর। যদিও অতিথিদের তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। তবে সেলেনার ঘনিষ্ঠ বন্ধু, তারকা শিল্পী টেইলর স্যুইফ্ট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলস উপস্থিত থাকবেন বলেই অনুমান করা যায়। এছাড়া ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ সেলেনা গোমেজ়ের সহ-অভিনেতারা ও বেনি ব্লাঙ্কো সঙ্গীত দুনিয়ার সহকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শোনা যাচ্ছে তারকা দম্পতির বিবাহ আসরের সূচনা করতে পারেন পডকাস্টার জয় শেট্টি। এর আগেও একাধিক হাই-প্রোফাইল বিয়ের দায়িত্ব সামলেছেন তিনি। তার মধ্যে ২০২২ সালে জেনিফার লোপেজ় ও বেন অ্যাফ্লেকের বিয়ে অন্যতম।
ছয় মাস প্রেমের পর ২০২৪ সালের ডিসেম্বরে সেলেনা গোমেজ় এবং বেনি ব্লাঙ্কো তাঁদের বাগদানের ঘোষণা করেন। ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তাঁরা। ছবিতে সেলেনার হাতে বাগদানের আংটি দেখা যায়। এই ঘোষণাটি এই জুটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ক্যাপশনে লেখেন, ‘চিরকালের যাত্রাপথ শুরু হলো’।