নিজের প্রথম ছবিতেই তিনি বলিউডের দবাং ভাইজানের সঙ্গে কাজ করে সবার নজর কাড়েন জারিন খান । ‘বীর’ ছবিতে তাঁকে দেখে প্রশংসকরা বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার তুলনা শুরু করে দিয়েছিলেন। আসলে তাঁকে দেখতে নাকি অনেকটাই ক্যাটরিনার মত।
এরপর জারিন পরপর হাউসফুল-২, হেট স্টোরি-৩, অস্কার-২, ১৯২১ এর মত ছবিতে কাজ করেন। শেষবার তাঁকে ২০২১ এ বড়পর্দায় ‘হাম ভি অকলে তুম ভি অকলে’ তে দেখা গিয়েছিল। জারিন অবশ্য নিজেকে সলমনের খুব ভালো বন্ধু বলে দাবি করেন। সেই জারিন নাকি সলমন পরিচালিত টিভি শো বিগ বস সিজন-১৯ এ অতিথি হওয়ার অফার শোনা মাত্র নাকচ করে দিয়েছেন।
ভাবা যায়, ভাইজানের বন্ধু কিনা বিগ বসের ঘরে যেতে নারাজ। কারণ হিসেবে অবশ্য জ্যাকলিন যা জানিয়েছেন তাও বেশ বিতর্কের। সম্প্রতি জারিন একটি সাক্ষাতকারে জানিয়েছে, “সলমনের বিতর্কিত শো বিগ বস-১৯ যাওয়ার অফার পাওয়ামাত্র আমি না করে দিয়েছি”। তিনি জানিয়েছেন, কোনো অজানা ঘরে, অজানা মানুষজনের সঙ্গে আমি থাকতে পারবো না। তারওপর ওখানে যেসমস্ত কথা এবং ব্যবহার হয় তা আমার সহ্যের বাইরে। আমি তো যে কোনো সময় মারপিট শুরু করে দেব। জারিন খানের এই কথা শোনার পর নেটিজেনরা বলছেন সলমনের এই শোয়ে যা দেখানো হয় তা আসলেই ভীষণ অস্বস্তির।
জানিয়ে রাখি বিগ বস-১৯ এর জন্য ইতিমধ্যে ১৫ প্রতিদ্বন্দ্বী বাছাইয়ের কাজ সম্পন্ন। এবার ঘরে দেখা যাবে, শিল্প শেঠ্ঠির স্বামী রাজ কুন্দ্রা, লতা অগ্রবাল, আশীষ বিদ্যার্থী, গৌরব তানেজা, চিঙ্কি-মিংকি, কৃষ্ণা শ্রফ, তনুশ্রী দত্তা, আরসিফা খান শারদ মালহোত্রা, মমতা কুলকার্নি, অপূর্ব মুখার্জি এবং পূরব ঝাকে। এদের ছাড়াও ৩ থেকে ৫ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে হাজির হবেন।