এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন তারকা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার ছবি আনতে চলেছেন তিনি। প্যান ইন্ডিয়া দর্শকের জন্য এই ছবি তৈরি করবেন তিনি। বলাই বাহুল্য ভারতের সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল এই নক্ষত্রের ছবি পরিচালনা নয়া অধ্যায়ের সূচনা করবে তাঁর জীবনে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘একটি অনন্য জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম তৈরি করতে চলেছেন অরিজিৎ সিং। মহাবীর জৈন ছবির প্রযোজক এবং এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উত্তেজিত। প্যান ইন্ডিয়া দর্শকের যাতে এই ছবি মনে ধরে, সেই চেষ্টায় কোনও খামতি রাখতে চান না প্রযোজক।’ ছবিতে কে কে অভিনয় করবেন? কাস্টিং ও প্রি-প্রোডাকশনের কাজ, পুরোটাই শুরু হয়েছে এবং চলছে। এখনই কাস্ট সম্পর্কে তাই কোনও তথ্য মেলেনি। ছবির গল্প নিজেই লিখেছেন অরিজিৎ সিং এবং তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন তারকা-পত্নী কোয়েল সিং। ‘মহাবীর জৈন ফিল্মস’ ও ‘অলোকদ্যুতি ফিল্মস’ প্রযোজনার দায়িত্ব নিয়েছে এই ছবি। সহ প্রযোজক হিসেবে পাওয়া যাবে ‘গড ব্লেস এন্টারটেনমেন্ট’কে।
সঙ্গীত দুনিয়ার প্রথম সারির শিল্পী অরিজিৎ সিং। তার পাশাপাশি পরিচালনায় কেমন দক্ষ তিনি, সেটা বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই। কণ্ঠশিল্পী হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই নিজের ঝুলিতে ভরেছেন দুটি জাতীয় পুরস্কার। ২০২৫ সালেই, ৩৮ বছর বয়সী শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। শুধু কি তাই? ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত, টানা ৫ বছর ধরে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া ভারতীয় শিল্পী তিনিই। চলতি বছরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’ ঘোষণা করেছে অরিজিৎ সিংয়ের বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা, যা প্রায় ১৫০ মিলিয়নের বেশি।
বলিউড থেকে টলিউড, যে কোনও ভাষায় তিনি পারদর্শী। কোনও বড় ছবি মুক্তি পাবে আর তাতে একটা অন্তত অরিজিৎ সিংয়ের কণ্ঠে গান নেই, এমনটা গত কয়েক বছরে খুব কমই হয়েছে। কিছু দিন আগে গ্লোবাল তারকা এড শিরানের নতুন মিউজ়িক ভিডিয়ো ‘স্যাফায়ার’-এও তাঁকে দেখা গিয়েছে। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে পড়ে ‘মেট্রো… ইন দিনো’ ছবির ‘জ়মানা লাগে’ ও ‘কায়দে সে’ গান দুটি যা আবারও দর্শকের মন জয় করেছে।
https://jazzbaat24bangla.com/2025/07/17/zareen-khan-reveals-why-she-is-not-doing-salman-khan-show-bigg-boss-19/
সাইটে স্টোরির থাম্বনেলে ক্যাটাগরি দেখা যায়। ন্যাশনাল নিউজের ক্ষেত্রে এখন ‘দেশ(ন্যাশনাল এর বদলে লেখা হবে)’ এই পুরোটাই দেখা যাচ্ছে। ওটা সংশোধন করতে হবে।
আমাদের সব স্টোরিতে আপলোডারের নাম দেখা যায়। মনে হচ্ছে তাদের রিপোর্ট। বাইলাইন কপি বা ওপিনিয়ন পিসের ক্ষেত্রে সেটা আরওই বাজে ব্যাপার। মনে হবে আপলোডারই লেখক, তারপর আবার আরেকজনের নাম। এটা দ্রুত হাইড করতে হবে।
@~SAMIR সুসমীর @Anirban @Jazzbaat24 News Nilanjan
mns- workers rebuke assault marwadi shopkeeper in -mumbai
ফের মারাঠি বনাম হিন্দি বিতর্কে মুম্বাইতে, দোকানদারকে বেধড়ক মার
দোকানদারের পণ্য না কেনার হুমকি MNS কর্মীদের
মহারাষ্ট্রে হিন্দি বনাম মারাঠি বিতর্কে ফের এমএনএস কর্মীদের মারধরের শিকার এক দোকানদার। কয়েকদিন ধরে চলতে থাকা এই ভাষা বিতর্কে ফের এক দোকানদারকে হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বিক্রোলিতে এক মারওয়াড়ি দোকানদারকে বেধড়ক মারধর করছেন মুম্বাই নবনির্মান সেনা অর্থাৎ এমএনএসের কর্মীরা। এমএনএস কর্মীদের অভিযোগ “মারাঠি সম্প্রদায়কে অপমান করে” একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করেছেন ওই দোকানদার। মারধরের পর ওই গোটা পুরো মারাঠি সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। দোকানদার কান ধরে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করেন MNS কর্মীরা। এমনকি ওই ব্যক্তির দোকান থেকে স…