দেখতে দেখতে দশক পার। ১০ বছর পূর্ণ করল সলমন খান অভিনীত কবীর খান পরিচালিত ছবি ‘বজরঙ্গী ভাইজান’। তবে এই ছবিতে যে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন তিনি শিশুশিল্পী হর্ষালি মলহোত্রা। আজ, মুন্নির দশ বছর পূর্তিতে, একইভাবে আবেগঘন অভিনেত্রী। স্মৃতি সরণি বেয়ে হেঁটে দেখলেন সেই ছবিকে যা এক দশক আগে তাঁর জীবন পুরো বদলে দিয়েছিল। এখন টিন-এজার হর্ষালি। সেটের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে মুখ খুললেন। সলমনের থেকে উষ্ণতা পেয়েছিলেন, যে শিক্ষা পেয়েছিলেন, মনে করলেন সেই কথাগুলোই। কোথাও গিয়ে সেই শিক্ষাই হয়তো তাঁকে সকলের প্রিয় মুন্নি হয়ে উঠতে সাহায্য করেছিল, যে ভালোবাসা আজও অটুট।
‘বজরঙ্গী ভাইজান’-এর সঙ্গে হর্ষালি যখন যাত্রা শুরু করেন, তখন তাঁর বয়স মাত্র ৫। কিন্তু আজও তাঁকে তাঁর সুপারস্টার সহ-অভিনেতা সলমন খান যেভাবে গাইড করেছিলেন, সেই কথা মনে রেখেছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্মৃতি পাতা হাতড়ালেন। হর্ষালি জানান, শ্যুটিংয়ের সময় একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এবং খুব আলতো স্বরে সলমন ওঁকে একটা উপদেশ দিয়েছিলেন তখন যা সারা জীবন ওঁর সঙ্গে থেকে যাবে। অভিনেত্রী বলেন, ‘সলমন স্যার বলেছিলেন, যদি একজন অভিনেতা অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেটা তাঁর মুখে ফুটে ওঠা উচিত নয়।’
অভিনেত্রী তাঁর সিনেমার সেটকে ‘অ্যাক্টিং স্কুল’ বলতেই বেশি স্বচ্ছন্দ। পরিচালক কবীর খান ও তাঁর টিম যেভাবে তাঁকে পারফর্ম্যান্সের ভিত্তি থেকে সব শিখিয়েছেন এবং খুব ইন্টেন্স আবেগঘন দৃশ্যের সময়ও তাঁকে সহজভাবে কাজ করার পরিবেশ করে দিয়েছেন, তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হর্ষালি। মুন্নি হিসেবে ছবির প্রথম দৃশ্য যেটা অভিনেত্রী শ্যুট করেছিলেন, তা হল যখন দিল্লিতে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে সলমনের চরিত্রের সঙ্গে প্রথমবার দেখা হয় তাঁর। হর্ষালির কথায়, ‘আমি নার্ভাস ছিলাম কিন্তু কবীর স্যার ও সলমন স্যার ব্যাপারটা আমার জন্য খুব সহজ করে দেন।’
৫ বছর বয়সের একরত্তি, গোটা সিনেমার প্রায় ৯৯ শতাংশ অংশজুড়ে তাঁর কোনও সংলাপ নেই, শুধু অভিব্যক্তিতেই বাজিমাত করেছিলেন হর্ষালি। এক দশক পরেও হর্ষালিকে প্রায়ই অনুরাগীরা ‘মুন্নি’ বলেই সম্বোধন করে থাকেন। সেই ডাক ভালোবাসার সঙ্গে গ্রহণও করেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি যত খুশি সিনেমা করে ফেলি না কেন, মানুষ আমাকে সবসময় ‘মুন্নি’ বলেই ডাকবেন এবং মনেও রাখবেন। এবং আমি তাতে যথেষ্ট খুশি।’ শোনা যাচ্ছে সলমন খান ফিরবেন ‘বজরঙ্গী ভাইজান’ ছবির সিক্যুয়েল নিয়ে।