বিশ্বকাপের মঞ্চে আবার নামতে চলেছেন বুড়োরা। আবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়েই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস জিতেছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। আবারও ঢাকে কাঠি পড়তে চলেছে টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির। যা কার্যত ‘বুড়োদের বিশ্বকাপ’ বলেই মনে করে আপামর ক্রিকেটপ্রেমী।
গত বছরের মত এ বারেও বিলেতের মাটিতে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস। যার সূত্রপাত শুক্রবার ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের মাধ্যমে। অন্যদিকে ভারত নামবে দু’দিন পর। অর্থাৎ রবিবার। আর প্রথম দিনই প্রতিপক্ষ পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর এই ম্যাচ ঘিরে স্বভাবতই পারদ চড়ছে দু’দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে। জানা যাচ্ছে, ম্যাচটি বার্মিংহামে হবে।
এমনকি ফাইনালও বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে। আগামী ২ অগাস্ট হবে সেই ম্যাচ। উল্লেখ্য, গত বছরের মত এ বারেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস অংশ নিচ্ছে ৬ দল। ভারত এবং পাকিস্তান ছাড়া বাকি দলগুলি হল, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স এবং দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। রাউন্ড রবিন লিগের পয়েন্ট তালিকায় প্রথম চারটি দল যোগ্যতা অর্জন করবে সেমি ফাইনাল খেলার।
এ দিকে গত বছরের এ বছরও ভারতের প্রতিনিধিত্বকারী দল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। তাঁর সঙ্গে থাকবেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং, রবিন উত্থাপ্পার মত প্রাক্তন তারকারা। অন্যদিকে পাকিস্তানের দলটির নেতৃত্বে দেখা যাবে শাহিদ আফ্রিদিকে। এ ছাড়া থাকছেন শোয়েব মালিক, মিসবাহ উল হক, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, সঈদ আজমলরা।