রাজ্যে নির্বাচন কমিশন দ্বারা রেজিস্টার্ড অথচ অস্বীকৃত মোট আটটি রাজনৈতিক দলের মধ্যে সাতটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হতে চলেছে। প্রতিটি দলকে শোকজ করে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে একমাত্র ‘ মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া’ ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল উপস্থিত হয়নি। তাই গাফিলতির অভিযোগের পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার জন্য ওই সাতটি নির্বাচন কমিশন দ্বারা রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হওয়া সময়ের অপেক্ষা হলে কমিশন সূত্রে জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আটটি রাজনৈতিক দলকে শো-কজ করা হয়েছিল।
তার মধ্যে মাত্র একটি রাজনৈতিক দল হাজির হলেও বাকি সাতটি রাজনৈতিক দল গরহাজির ছিল। পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে কমিশনের নির্দেশ অমান্য করার জন্য ওই দলগুলির রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। অর্থাৎ, এতদিন ধরে এই রাজনৈতিক দলগুলি ভারত সরকারের যে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছিল সেই সমস্ত সুবিধা ওই সাতটি রাজনৈতিক দলের ক্ষেত্রে পাকাপাকি ভাবে বন্ধ হতে চলেছে। অবশ্য বেঁচে গেলেন প্রাক্তন আইপিএস তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নজরুল ইসলাম। কারণ ‘ মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া’ একমাত্র রাজনৈতিক দল যারা এই বৈঠকে হাজির ছিলেন সেই দলের মুখ্য উপদেষ্টা হলেন এই প্রাক্তন আইপিএস।
এই রাজনৈতিক দলটি ২০১৯ সাল থেকে প্রত্যেকবার নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে আসছে এবং এদিন যে সমস্ত নথিপত্র জমা করার কথা ছিল তা সঠিকভাবে জমা করতে পেরেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাত্র এই “মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া” বাদে বাকি সাতটি রাজনৈতিক দলের নাম নির্বাচন কমিশনের খাতা থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের এই আটটি রাজনৈতিক দলের নাম কাগজে-কলমে থাকলেও তাদের অস্তিত্ব নিয়েই সন্দিহান ছিল খোদ নির্বাচন কমিশন। কারণ দলের রেজিস্টার্ড ঠিকানায় যোগাযোগ করলে যেমন হদিশ মেলেনি তেমনি কমিশনের নথিপত্র ‘নো রিপ্লাই’ হয়ে ফিরে আসে। দীর্ঘদিন ধরে দেশজুড়ে এই ধরণের রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ সামনে আসায় সম্প্রতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরগুলিকে তদন্ত করে শো-কজ করার নির্দেশ দেয়।
কারণ নির্বাচন কমিশনের স্বীকৃতি দেখিয়ে কর ছাড় সহ একাধিক সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে। অথচ তাদের অস্তিত্বই প্তশ্নের মুখে। এই ধোঁয়াশা কাটাতেই কমিশনের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাজ্যে এধরনের আটটি দলকে শো-কজ করা হয়। কিন্তু সেখানেই “অস্তিত্বহীন” হয়ে এবার রাজনৈতিক দলের তালিকা থেকেই অস্তিত্ব হারানোর পথে রাজ্যের সাত রাজনৈতিক দল। এই সাতটি রাজনৈতিক দল হল, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস, ডেমোক্রেটিক সোসালিস্ট পার্টি ( প্রবোধ চন্দ্র), ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, বঞ্চিত স্বরাজ পার্টি এবং অল ইন্ডিয়া তফসিল ইউনাইটেড পার্টি।