বৃহস্পতিবার নিজের আগামী শো ‘দ্য সোসাইটি’ নিয়ে মুখ খুললেন অভিনেতা কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। জিওহটস্টারে এই শো শুরু হবে। রাজকীয়তা, সাধারণ মানুষ এবং নিম্নবিত্তদের নিয়ে তৈরি পরীক্ষামূলক রিয়েলিটি শো এটি। তিনটি ভাগই তৈরি করা হবে। তিন ভাগের নাম রয়্যালস, রেগুলারস, ব়্যাগস। অনুষ্ঠানের মুক্তির আগেই নানা বিষয় নিয়ে কথা বললেন তিনি। মুনাওয়ার নিজে দুটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন এর আগে। সলমন খানের সঙ্গে ‘বিগ বস ১৭’ ও কঙ্গনা রানাউতের সঙ্গে ‘লক আপ ১’। দুই ক্ষেত্রেই কী শিখেছিলেন তিনি?
‘লক আপ ১’ ও ‘বিগ বস ১৭’, দুই শো থেকেই বিজয়ী হিসেবে চিহ্নিত হয়েছিলেন মুনাওয়ার ফারুকি। দুই ক্ষেত্রে দুই অভিনেতা ছিলেন সঞ্চালক। দুই ক্ষেত্রেই মুনাওয়ার দর্শকের পাশাপাশি সঞ্চালকদের থেকেও প্রশংসা পেয়েছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? কী কী শিখেছিলেন সলমন ও কঙ্গনার থেকে? জানালেন ফারুকি।
মুনাওয়ার ফারুকির কথায়, ‘কঙ্গনার থেকে আমি শিখেছিলাম পেশাদারিত্ব। আমার মনে পড়ে না ওঁকে কখনও দেরিতে আসতে দেখেছিলাম বলে। ওঁর থেকেই শিখেছিলাম সময়ে আসা যায়। যেমন আজ, আমি সময়ে এসেছি।’ আর সলমনের থেকে কী শিখলেন? মুনাওয়ারের কথায় ভাইজানের থেকে উদারতা ও সহানুভূতিশীল হওয়া শিখেছিলাম। মুনাওয়ার বলেন, ‘আমি সলমন ভাইয়ের থেকে দেরিতে পৌঁছনো শিখেছি, তাই একাধিক জায়গায় আমি দেরিতে পৌঁছই। সলমন ভাইয়ের থেকে উদার হতে শিখেছি। ভীষণ উদার উনি। ওঁর গল্প শুনলে মনে হয় যে ওঁর মতো উদার আমি কখনও হতে পারব না। তবে যতটা সম্ভব চেষ্টা করব। তবে আমার আশেপাশের মানুষের সমস্যা না হওয়ার চেষ্টা করি।’
সাম্প্রতিক সময়ে চারিদিকে এই শ্রেণি বিভাজনের সমস্যা প্রসঙ্গে মুনাওয়ার বলেন, তাঁর আসন্ন শো-ও এই থিমের ওপরই নির্ভর করে তৈরি। অভিনেতা কমেডিয়ান বলেন, ”দ্য সোসাইটি’তে কোনও ঝগড়া ঝামেলা নেই। নিজের স্থান পরিবর্তন করার জন্য একটা লড়াই কেবলমাত্র। যদি আপনি এই শোয়ে স্টারকিড না হয়ে থাকেন, তাহলে পজ়িশনের পরিবর্তনে স্টারকিড হতে পারবেন। এটা একটা উদাহরণ হিসেবে বললাম।’ এই অনুষ্ঠানে মুনাওয়ারের সহ-সঞ্চালক হবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রেয়া কালরা। ২৫ জন প্রতিযোগী থাকবেন যাঁদের এই তিন ভাগে ভাগ করা হবে – রয়্যালস, রেগুলারস, ব়্যাগস। ২০০ ঘণ্টার অনুষ্ঠানে রদবদল হবে, হাসি-কান্না-নিজেরটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। সকলেই হতে চাইবেন ‘অসলি বাজ়িগর’।
