কয়েক ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার ছত্তীসগড়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। শুক্রবার চৈতন্যকে কয়েক কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি। ইডির দাবি, মদ কেলেঙ্কারির একটা অংশ চৈতন্য বাঘেল এবং তাঁর ঘনিষ্ঠদের জমিবাড়ির ব্যবসায় তছরুপ করা হয়েছে। এদিন খুব সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভিলাইয়ের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি। দুপুর নাগাদ চৈতন্যকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে ইডির এই গ্রেফতারিকে রাজনীতির অংশ বলে দাবি করেছেন ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির আধিকারিকরা পৌছতেই ভূপেশ বাঘেলের দফতরের তরফে এক এক্সবার্তায় জানানো হয়, বাড়িতে ‘সাহেব’ ইডি পাঠিয়ে দিয়েছেন। আজ বিধানসভার অধিবেশনে আদানির জন্য রায়গড় জেলার তামনারে নির্বিচারে গাছ কাটার ইস্যু ওঠার কথা। তার আগে ইডি সক্রিয়তা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইডির অভিযোগ, মদ কেলেঙ্কারির এই চক্রে পূর্বতন সরকারের অনেক নেতা, সরকারি আধিকারিক, রাজনীতিক ও মদ ব্যবসায়ীদের এক অংশ জড়িত। যে চক্র ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত ছত্তীসগড়ে মদ বিক্রি করে অবৈধভাবে ২,১৬১ কোটি টাকা সংগ্রহ করেছিল। অভিযোগ, এই চক্র মদ বিক্রি ও বণ্টন ব্যবস্থায় ঘোটালা পাকানো হয়েছে । সরকারি মদের দোকানের হিসাবে ব্যাপক গরমিল করে বেআইনিভাবে টাকা নয়ছয় করা হয় বলেও অভিযোগ। এমনকী মদ বিক্রির পরিমাণের একটা বিরাট অংশ সরকারি কোষাগারে জমা হত না বলেও দাবি তদন্তকারীদের।
এছাড়াও দোকান খুলতে বিশাল অঙ্কের ঘুষ নেওয়া হত। এর আগে আয়কর বিভাগও এই কেলেঙ্কারির জাল প্রথম ফাঁস করে। উল্লেখ্য, এর আগে ইডি আইএএস অফিসার অনিল টুটেজা ও মদ ব্যবসায়ী তথা রায়পুরের মেয়রের ভাই আনোয়ার ধীবরকে গ্রেফতার করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, আজ, ১৮ জুলাই চৈতন্যর জন্মদিন। একটি এক্সবার্তায় ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন, ছেলের জন্মদিনে এই উপহারের জন্য ধন্যবাদ। এই উপহারের জন্য ধন্যবাদ। আমি সারা জীবন একথা মনে রাখব, লিখেছেন বাঘেল।