২০০৩ সালে ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তখন শ্যাম কৌশল। সম্প্রতি জীবনের সেই বেদনাদায়ক অধ্যায় নিয়ে মুখ খুললেন ভিকি কৌশলের বাবা, তারকা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। অমন অজলার সঙ্গে পডকাস্টে এই নিয়ে কথা বলেন। জানান যে এই খবরটা পেয়ে এতোই ভেঙে পড়েন শ্যাম যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।
বলিউড ও আন্তর্জাতিক সিনেমা মিলিয়ে বিনোদন জগতের সঙ্গে প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত শ্যাম কৌশল। ২০০৩ সালে একটি সার্জারির পর তাঁর ক্যান্সারের কথা জানতে পারেন। শ্যাম কৌশল বলেন, ‘বিকেলে আমাকে খবর দেওয়া হয় এবং ওই রাতেই আমার মনে হচ্ছিল হাসপাতালের চার তলায় আমার ঘর থেকে ঝাঁপ দিই।’ তাঁকে জানানো হয়েছিল, বাঁচার আশা অত্যন্ত ক্ষীণ। তাঁর কথায়, ‘আমি দুর্বলতার কাছে হেরে গিয়ে এই সিদ্ধান্ত নিইনি কিন্তু মনে হচ্ছিল মরেই যদি যাব তাহলে এখনই কেন নয়? কিন্তু সার্জারির পরে শারীরিক যন্ত্রণার জন্য নড়তে পারিনি।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
সেই সময় শ্যাম কৌশল, বিনোদন দুনিয়ায় প্রতিষ্ঠিত নাম। ১৯৯০ সালে স্বাধীন অ্যাকশন ডিরেক্টর হিসেবে মলয়ালি ছবি ‘ইন্দ্রজালম’-এর হাত ধরে যাত্রা শুরু করেন তিনি। তবে তার আগে স্টান্টম্যান হিসেবে কাজ করতেন শ্যাম কৌশল। বছরের পর বছর ধরে একাধিক সমালোচিত, প্রশংসিত ছবির স্টান্ট ডিজ়াইন করেছেন তিনি। শ্যাম কৌশলের উল্লেখযোগ্য কাজগুলির অন্যতম হল, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’, ‘টাইগার জিন্দা হ্যায়’, অস্কার জয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’।
ক্যান্সার শুনে জীবন শেষ করার কথা ভেবেছিলেন, তারপর? কীভাবে বোঝালেন নিজেকে? শ্য়াম কৌশল বলেন, ‘ওই কথোপকথনের পর আমার মৃত্যু ভয় চলে গিয়েছিল। পরের দিন সকালে, বুকে আশা নিয়ে ভাবলাম দুটো সার্জারি বিষয় আর তারপর আমি সেরে উঠব।’ ঈশ্বরের উপর অগাধ ভরসা এবং প্রবল ইচ্ছাশক্তিই তাঁকে ওই কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছে বলেই দাবি শ্যাম কৌশলের।
আরও পড়ুন
তাঁর কথায়, ‘আমি ঈশ্বরকে বলেছিলাম আর ১০টা বছর আশীর্বাদ করতে, কিন্তু এখন তো ২২ বছর হয়ে গিয়েছে। ওই অধ্যায়টা আমার জীবন বদলে দিয়েছে… ভালো কাজ পেয়েছি। আমার সন্তানেরা ভালো কাজ করছে। আমি জীবনে উন্নতি করেছি।’ শ্যামের দুই ছেলে ভিকি কৌশল ও সানি কৌশল বলিউডের জনপ্রিয় অভিনেতা। ভিকির স্ত্রী তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সব মিলিয়ে শ্য়াম কৌশলের এখন ভরা সংসার।