ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ করা নিয়ে তাঁর ‘খ্যাতি’ নেহাত কম নয়। তিনি করণ জোহর। তারকা সন্তানদের ফিল্মে লঞ্চ করার বিষয়ে তিনি সিদ্ধহস্ত। এই নিয়ে বারংবার কটাক্ষের শিকার হন প্রযোজক-পরিচালক। তবে সবসময় যে সেসবে বিশেষ পাত্তা দেন করণ, তাও নয়। যদিও এবার এক ট্রোলারকে দিলেন সপাট জবাব। অহন পাণ্ডে ও অনীত পেড্ডা অভিনীত ‘সইয়ারা’র প্রশংসা করতেই ধেয়ে এল কটাক্ষ, উত্তর দিলেন করণ।
সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সইয়ারা’। এই ছবির হাত ধরেই অভিনয়ে পা রাখলেন অনন্যা পাণ্ডের খুড়তুতো ভাই, চিক্কি পাণ্ডের ছেলে অহন পাণ্ডে। রাফ-অ্যান্ড-টাফ অবতারে নজর কেড়েছেন তিনি। সমালোচকেরা ডেবিউ ছবি হিসেবে প্রশংসায় ভরিয়েছেন তাঁদের। এবার সেই প্রশংসার তালিকায় নাম জুড়ল করণের। মোহিত সূরি পরিচালিত এই ছবির প্রশংসা করতেই কটাক্ষের শিকার করণ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইনস্টাগ্রামে পোস্ট করে এই ছবির প্রশংসা করে লেখেন কীভাবে সিনেমাটি তাঁকে প্রভাবিত করেছে। লেখেন, ‘আমার মনে পড়ছে না শেষ কবে কোনও সিনেমা দেখে এরকম অনুভূতি হয়েছিল। চোখ থেকে জল পড়ছে তবুও মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে… আনন্দ কারণ একটা প্রেমের ছবি রুপোলি পর্দায় রাজত্ব করছে এবং গোটা দেশকে ফের প্রেমে পড়তে বাধ্য করেছে।’ ছবির বক্স অফিস সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই যশ রাজ ফিল্মের ব্যানারে প্রযোজনায় ডেবিউ করলেন অক্ষয় বিধওয়ানি।
এই পোস্টেই এক নেটিজ়েন কটাক্ষ ছুড়ে দেন করণের দিকে। কমেন্টে লেখেন, ‘নেপো বেবিজ় কা দাইজান’ অর্থাৎ তারকা সন্তানদের ঠাকুমা। এই ট্রোলকে সপাট জবাব দিতে ছাড়েননি করণ। কমেন্টের উত্তরে লেখেন, ‘চুপ কর! ঘরে বসে বসে নেতিবাচকতা ছড়াস না! দুই বাচ্চার কাজ দেখ! আর নিজেও কিছু কাজ কর!’ প্রসঙ্গত, অহনের দিদি অনন্যা পাণ্ডেকেও বলিউডে লঞ্চ করেছিলেন করণ।
আরও পড়ুন
২০১৯ সালে ধর্মা প্রোডাকশনের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে ডেবিউ করেছিলেন তিনি। এরপর একাধিক ছবিতে কাজ করেন তিনি। ‘সইয়ারা’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে ৮৩ কোটি টাকার ব্যবসা করে। যা নবাগত অভিনেতা-অভিনেত্রীদের ডেবিউ ছবির নিরিখে সর্বোচ্চ আয় এখনও পর্যন্ত।