“পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাঁটাপেটা করে তাড়াবে। দুয়ারে সরকার ফেল!! তাই পাড়ায় সমাধান,ঝাঁটাপেটা করবে মানুষ!” এই ভাষাতেই বুধবার রাজ্য সরকারের নতুন প্রকল্পের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।তাঁর আরও বক্তব্য, “দুয়ারে সরকার ফেল করে গেছে এবার এসেছেন পা[ড়ায় সমাধান করতে। প্রত্যেক বুথে ১৫ লক্ষ টাকা খরচ করবেন। কোথায় পাবেন টাকা? ডি এ-র টাকা দিতে পারছেন না।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পাশাপাশি অর্জুন সিংয়ের চ্যালেঞ্জ, অন্য ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাসকারী অন্য ভাষাভাষী মানুষ যারা আছেন, “তাদের উপর কমিশন বসিয়ে দেখুক। একটা সাংবিধানিক পদে বসে এই কথা তিনি কি করে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নোটিশ দেখাচ্ছেন তা ২০২৪ সালে নভেম্বর মাসের। সংশ্লিষ্ট থানা যার নামে এসেছেন তাকে নোটিশও করেননি। আর মুখ্যমন্ত্রীর ওই নোটিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন। ২০২৫ সালে ফেব্রুয়ারির মাসে ঐ সব কেস তুলে নেওয়া হয়েছে। তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন”।
আপাতত বিজেপিতে থাকা অর্জুনের এই বক্তব্যের তৃণমূল কী উত্তর দেয়, সেটাই দেখার।