লর্ডসের ছায়া ম্যানচেস্টারেও। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে আরও একবার শিরোনামে ভারতের মহম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের বেন ডাকেট। হোম অব ক্রিকেটে’র পর ওল্ড ট্রাফোর্ডেও সরাসরি বচসায় জড়িয়ে পড়লেন দুই ক্রিকেটার। যার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ২২ গজ। পরিস্থিতি সামলাতে শেষপর্যন্ত এগিয়ে আসতে আম্পায়ারকে। সেই দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
১০০ বলে ৯৪ রানের ‘বাজবল’সুলভ ইনিংস খেলে অভিষেককারী অংশুল কম্বোজকে নিজের উইকেট দেন ডাকেট। অন্যদিকে জ্যাক ক্রলি ১১৩ বলে করেন ৮৪। ভারতের ৩৫৮ রানের জবাবে দুই ইংরেজ ওপেনার ১৬৬ রান যোগ করেন প্রথম উইকেটের জুটিতে। তাও মাত্র ৩২ ওভারেই। এ কারণেই মেজাজ ধরে রাখতে পারেননি সিরাজ। ১০ ওভার বল করে তিনি খরচ করেছিলেন ৫৮ রান।
নিজের বোলিং ব্যর্থতা থেকেই মেজাজ হারিয়ে বসেন ভারতীয় পেসার। উত্তেজিত হয়ে আঙুল তুলে তাঁকে কিছু একটা বলতে দেখা যায়, ডাকেটের উদ্দেশ্যে। তাতে চুপ থাকেননি ইংরেজি ওপেনারও। তিনি পাল্টা কিছু একটা বলেন। ব্যস্, শুরু হয়ে যায় পায়ে পা লাগিয়ে ঝগড়া। যা মনে করিয়ে দিচ্ছিল লর্ডসের তৃতীয় দিনকে। আরেক ওপেনার জ্যাক ক্রলির বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সময় নষ্টের অভিযোগকে কেন্দ্র করে সে দিন এভাবেই ভারত অধিনায়ক শুভমন গিলের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন ডাকেট।
এ দিন অবশ্য একটা সময় ডাকেট থেমে গেলেও মুখ চালিয়ে যাচ্ছিলেন সিরাজ। ফলে বাধ্য হয়েই অন ফিল্ড আম্পায়ার রড টাকারের শরণাপন্ন হন ডাকেট। তিনি এসে বিষয়টিতে হস্তক্ষেপ করায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এ দিকে ১০ ওভারে প্রায় ৬ -এর ইকোনমিতে রান বিতরণ করলেও একটিও উইকেট তুলে নিতে পারেননি সিরাজ। একইভাবে উইকেটহীন জসপ্রীত বুমরাহও।