সময়টা সত্যিই খারাপ যাচ্ছে আরসিবি পেসার যশ দয়ালের। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। এ ছাড়া প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একাধিক সমর্থকের। তাতে বিপাকে পড়ে দল। তবে এ বার দয়ালের বিরুদ্ধে অভিযোগ আরও ভয়ঙ্কর। এ বার তাঁর বিরুদ্ধে পকসো আইনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হল।
জয়পুরের সাঙ্গোনর সদর থানায় দায়ের করা হয়েছে এই এফআইআর। অভিযোগ, ক্রিকেট কেরিয়ার গড়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে দিনের পর দিন ধরে ধর্ষণ করেছেন আরসিবি পেসার। উক্ত কিশোরী অভিযোগে জানিয়েছে, প্রলোভন দেখানোর পাশাপাশি ইমোশনাল ব্ল্যাকমেইল করে টানা দু’বছর তাকে ধর্ষণ করেছেন দয়াল।
মাত্র কিছুদিন আগেই দয়ালের বিরুদ্ধে প্রথমবার ধর্ষণের অভিযোগ তুলেছিলেন উত্তরপ্রদেশের এক মহিলা। গাজিয়াবাদ নিবাসী ওই মহিলা জানিয়েছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন যশ দয়াল। সেই মামলা এখন এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন। এরই মধ্যে নতুন করে আবার এফআইআর দয়ালের বিরুদ্ধে। আর এবার একেবারে পকসো আইনে রুজু করা হয়েছে মামলা।
জয়পুরের সাঙ্গোনর সদর থানার ইনচার্জ অনিল জয়মন জানিয়েছেন, গত ২৩ জুলাই নির্যাতিতা কিশোরী অভিযোগ দায়ের করেছে দয়ালের নামে। কিশোরীর ১৭ বছর বয়সে দয়াল প্রথম তাকে ধর্ষণ করেন। নাবালিকা ধর্ষণের অভিযোগেই পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।