বিনিয়োগের জন্য নতুন অথচ নির্ভরযোগ্য সেক্টরের হদিশ করছেন? তাহলে আপনাকে জানাই ফার্মা এবং হেলথকেয়ার সম্বন্ধে। বেশ কিছু সংখ্যক নতুন বিনিয়োগকারী ইদানীং এই সেক্টরে বিনিয়োগ করতে আরম্ভ করেছেন। যাঁরা একটু ভেবেচিন্তে বিনিয়োগে বিশ্বাসী তাঁদের ক্ষেত্রে ইতিমধ্যেই ফার্মা/হেলথকেয়ার বেশ ভালো ফল দেখিয়েছে। ভালো রিটার্ন পেয়েছেন তাঁরা এই সেক্টর থেকে।
পেশাদারদের অভিমত, বিভিন্ন সেক্টরের মধ্যে ফার্মা বেশ ইতিবাচক বলে গণ্য। তবে ব্যাঙ্কিং, অটো, আইটি ইত্যাদিও এড়িয়ে যাওয়ার মতো নয়। মূল ডাইভারসিফায়েড পোর্টফোলিওর সঙ্গে সেক্টর বা থিম নির্ভর পোর্টফোলিও জুড়ে দিলে উপকৃত হবেন লগ্নিকারীরা।
একাধিক ফার্মা পোর্টফোলিও বেছে নিতে পারেন – তার কারণ আজকাল বেশ কিছু সংখ্যক বিকল্প বাজারে পাওয়া যাচ্ছে। এককালীন বিনিয়োগ এবং সিপ–দু’ভাবেই এগিয়ে যেতে পারেন সাধারণ ইনভেস্টর। ফার্মা/হেলথকেয়ারের জগৎ অনেক বড়। এর মধ্যে ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো আছেই। এরই সঙ্গে রিসার্চ, বায়োটেক, হসপিটাল, ডায়াগনস্টিক জাতীয় ব্যবসাসমূহ। সব মিলিয়ে লিস্টেড ইউনিভার্সে স্টকের সংখ্যা বাড়ছে।
পেশাদার ফান্ড ম্যানেজারদের মতে আগামী দিনে এই ট্রেন্ড জারি থাকবে। লার্জ, মিড এবং স্মল ক্যাপ স্টক মিলিয়ে মিশিয়ে নিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই। কোনও বিশেষ মার্কেট ক্যাপের প্রতি পক্ষপাত দেখানো হয় না কারও পক্ষ থেকেই।