ভারতের একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষজনের উপরে পরিকল্পিতভাবে টার্গেট করে নিপীড়ন করা হচ্ছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের পরিকল্পিত নিপীড়নের বিরুদ্ধে নিন্দা জানাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch বা HRW) এবার প্রকাশ্যে ভারতের বাংলা ভাষাভাষী নাগরিকদের হয়রানি, নিপীড়ন এবং অবৈধভাবে দেশছাড়া করার প্রবণতা নিয়ে কড়া রিপোর্ট পেশ করল। আর সেই রিপোর্ট উদ্ধৃত করে নিজের এক্স হ্যান্ডলে এঘটনাকে “লজ্জাজনক” বলে উল্লেখ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্ধৃত করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে চিহ্নিত করে হয়রানি ও দেশছাড়া করা হচ্ছে। এই অভিযোগ শুধু মুসলিম নয়, বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের বাঙালিদের বিরুদ্ধেই হচ্ছে বলে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অসম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি — বিজেপি শাসিত এই রাজ্যগুলোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে চলছে এই বাঙালি বিতাড়ন প্রক্রিয়া। তাঁদের দাবি, ভারতের বাংলা ভাষাভাষী নাগরিকদের টার্গেট করে নিপীড়ন চালানো হচ্ছে, যা স্পষ্টতই ভাষাগত সন্ত্রাস ও মানবাধিকারের লঙ্ঘন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি বিতাড়ন ও ভাষা সন্ত্রাস চলছে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রবল নিন্দা করা হয়েছে তা দেশের পক্ষে “লজ্জাজনক”। অবিলম্বে এই ভাষা সন্ত্রাস বন্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন মমতা।