হঠাৎ করেই চলে গেলেন বাড়ির কর্তা অর্থাৎ বাবা। এরপরই শুরু সমস্যা। বিবাহিত আদরের ছোট বোন হাজির দাদার কাছে সম্পত্তির ভাগ চাইতে। দাদাও কিছু দিতে নারাজ। আসলে বাবা তো সম্পত্তির উইলই করে যাননি। এবার কী হবে? তাই নিয়ে শেষে ঝামেলা-অশান্তি। ভারতীয় আইনে কিন্তু স্পষ্ট করে বলা আছে, এক্ষেত্রে কে পাবে সম্পত্তির অধিকার। তা জেনে নিলেই হয়।
ভারতীয় আইনে দীর্ঘদিন মেয়েদের সম্পত্তিতে অধিকার ছিল না। কিন্তু ২০০৫ সালের সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন বলছে সম্পত্তির ক্ষেত্রে ছেলে-মেয়ে সমান। মেয়েও বাবার সম্পত্তিতে ছেলের মতোই সমান অংশীদার। উইল করে কাউকে সম্পত্তি দিয়ে গেলেও বাবা তার মেয়েকে বঞ্চিত করতে পারেন না।
এরপর প্রশ্ন হল মেয়ে বিবাহিত হলে তখন ? জামাইয়ের তাঁর শ্বশুরের সম্পত্তির উপর কোনও আইনি অধিকার আছে কি না। আইন বলছে, একজন জামাইয়ের তাঁর শ্বশুরের সম্পত্তির উপর সরাসরি কোনও আইনি দাবি নেই। তিনি সরাসরি তাঁর শ্বশুরের সম্পত্তিতে অংশ দাবি করতে পারবেন না। তবে, যদি স্ত্রী তাঁর বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান, তাহলে জামাই তার স্ত্রীর মাধ্যমে পরোক্ষভাবে সেই সম্পত্তি ভোগ করার অধিকারী।
১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন উত্তরাধিকার নিয়ন্ত্রণ করে। এই আইন হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের ক্ষেত্রে প্রযোজ্য। আইন অনুসারে, জামাইকে আইনি উত্তরাধিকারীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় না।
Leave a comment
Leave a comment