একদিন আগেই ব্যাংককের ভরা বাজারে গুলি চালিয়ে পাঁচজনকে মেরে আত্মঘাতী হয়েছিল এক বন্দুকবাজ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে এক বন্দুকধারীর গুলিতে পুলিস কর্তা সহ অন্তত চারজনের মৃত্যুর খবর মিলল। হামলার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিউ ইয়র্ক পুলিস জানিয়েছে ২৭ বছর বয়সি হামলাকারী শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। সে নিজেই নিজের গায়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের বহুতল ভবনে। এই বাড়িটি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, রকফেলার সেন্টার এবং মিউজিয়াম অফ মডার্ন আর্টের একেবারে কাছেই। ঘটনার জেরে গোটা এলাকা লকডাউন করে রাখা হয়েছে।
পুলিস জানিয়েছে এই বাড়িতেই রয়েছে ব্ল্যাকস্টোন, কেপিএমজি, ডয়চে ব্যাংক, এনএফএল-এর মতো সংস্থার দপ্তর। কেন এই হামলা, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বহুতলের লবিতে এক অফিসারের সঙ্গে বন্দুকধারীর প্রথম গুলি বিনিময় হয়। এরপর সে ভবনের ৩৩ তলায় উঠে যায় এবং সেখান থেকেই গুলি চালাতে থাকে। পুলিস জানিয়েছে হামলাকারী বুলেটপ্রুফ ভেস্ট পরে ছিল।
তবে আমেরিকায় বন্দুকবাজের হামলা ও হত্যার ঘটনা প্রায়শই ঘটে। গান ভায়োলেন্স আর্কাইভ নামের এক বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী এটা ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫৪তম বন্দুকবাজের হামলা।
Leave a comment
Leave a comment