কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার তাঁর ইস্তফার খবর সামাজিক মাধ্যমে এনেছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, অন্য জায়গা থেকে ডাক পেয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। সে কারণেই আর নাইট শিবিরে দেখা যাবে না তাঁকে। জানা গিয়েছে, চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি কেকেআরের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ভরত অরুণও।
২০২৪ সালে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ২০২৫ আইপিএলে একেবারে মুখ থুবড়ে পড়ে কেকেআর। এ বছর ছেড়ে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। জাতীয় দলের কোচ মনোনীত হওয়ায় চলে যেতে হয়েছিল মেন্টর গৌতম গম্ভীরকেও। আর এ বার একই পথের পথিক হলেন চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভরত অরুণ।
ভারতের ঘরোয়া ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিতের সুনাম নতুন নয়। গত ২০২৩ সালে কেকেআরের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। পরের বছরই চ্যাম্পিয়ন করেন দলকে। চন্দ্রকান্ত পণ্ডিতের ইস্তফার খবর দেওয়ার পাশাপাশি সেই স্মৃতি রোমন্থন করে বিদায়ী কোচকে শুভেচ্ছাও জানিয়েছে নাইট কর্তৃপক্ষ। তাদের তরফে লেখা হয়, ”নতুন সুযোগ পেয়ে চলে যাচ্ছেন পণ্ডিত। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করবেন না। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মুখ্য ভূমিকা ছিল পণ্ডিতের। তাঁর লিডারশিপ ও শৃঙ্খলা দলের উপরে বড় প্রভাব ফেলেছে। ভবিষ্যতের জন্য চন্দ্রকান্ত পণ্ডিতকে শুভেচ্ছা।”
সূত্রের খবর, কেকেআর ছেড়ে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন বোলিং কোচ ভরত অরুণ। যদিও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে। তবে চন্দ্রকান্ত পণ্ডিত কোথায় যাচ্ছেন তা এখনও জানা যায়নি। কেকেআরে পণ্ডিতের ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণ করবেন কে? সে বিষয়ে কিছু জানায়নি কেকেআর কর্তৃপক্ষ।