এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেই হবে টিম ইন্ডিয়াকে। ম্যাচ বয়কট কোনওভাবেই করতে পারবে না বিসিসিআই। সম্প্রতি এমনটাই জানা গেল একটি সূত্র মারফত। শনিবার ছিল কার্গিল বিজয় দিবস। সে দিনই সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। দেখা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এ দিকে এই সূচি প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ক্ষিপ্ত মহম্মদ আজহারউদ্দিনের মতো প্রাক্তনীরা। তাঁদের সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার অর্থই হল শহিদদের অপমান করা। এই পরিস্থিতিতে উক্ত সূত্রটি জানিয়েছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচটি কোনও সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ নয়। এটি একটি বহুজাতিক প্রতিযোগিতার ম্যাচ। কাজেই ভারত যদি ম্যাচ বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানকে ওয়াকওভার দেওয়া হবে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
সমস্যা দেখা দিয়েছে আরও এক জায়গায়। ক্রিকেট এখন অলিম্পিকের অন্তর্ভুক্ত। আর অলিম্পিক চার্টার অনুযায়ী, রাজনৈতিক কারণে কোনও দেশকে বহুজাতিক কোনও ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া যায় না। ফলে পাকিস্তানকেও এশিয়া কাপ সরিয়ে দেওয়ার উপায় নেই বলে জানিয়েছে কেন্দ্র। শোনা যাচ্ছে, আগামী ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই এই অবস্থান নিয়েছে সরকার।
তা ছাড়া এখনও পাস হয়নি ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল। এই বিল অনুযায়ী জরুরি বা বিশেষ পরিস্থিতিতে ভারতীয় দলের ক্রিয়াকলাপে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিলটি যেহেতু এখনও পাস হয়নি তাই চাইলেও টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ বা পাকিস্তান ম্যাচটি খেলা থেকে বিরত থাকতে চাপ প্রয়োগ করতে পারবে না মোদি সরকার। সব মিলিয়েই তাই বিপাকে পড়েছে ভারতীয় বোর্ড। এশিয়া কাপ বা পাকিস্তান ম্যাচ খেলতে তাদের হবেই।