বুধবার সকাল সকাল ভূমিকম্প রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। জাপানের স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকাগুলিতে। ৩ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও এখনো পর্যন্ত জাপানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ছিল। জাপানে হালকা মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। অন্যদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৯.৩ কিলোমিটার এবং মাত্রা ছিল ৮.৭ ছিল।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্যদিকে, আলাস্কার ন্যাশনাল সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন এবং হাওয়াই-এর জন্যও সুনামি সতর্কতা বা নজরদারি জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া-মেক্সিকো সীমান্ত থেকে আলাস্কার চিগনিক উপসাগর পর্যন্ত সুনামির সতর্কতা রয়েছে। সুনামির ঢেউ জাপান, ফিলিপাইন, রাশিয়া এবং ইয়াপ এবং মার্শাল দ্বীপপুঞ্জ সহ বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে আঘাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতায় লস অ্যাঞ্জেলেস, সান দিয়েগো, সান ফ্রান্সিসকো, সিয়াটেল এবং পোর্টল্যান্ডের মতো প্রধান মার্কিন শহরগুলিও বাদ যায়নি।
উল্লেখ্য, জাপান ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। জুলাই মাসের শুরুতেও কামচাটকা উপকূলে একাধিক শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বেশি মাত্রা ছিল ৭.৪। এর আগে ১৯৫২ সালের ৪ নভেম্বর, কামচাটকায় ৯ মাত্রার এক ভূমিকম্প হাওয়াই-তে ৯.১ মিটার উঁচু সুনামি সৃষ্টি করেছিল। যদিও তখন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের পর এখনো জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।