প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মঙ্গলবার ঘোষণা করেছেন যে তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’ ইউটিউব মুভিজে ‘পে-পার-ভিউ’ মডেলে দেখা যাবে। আগামী ১ আগস্ট থেকে ভারতে ইউটিউবে এই ছবি দেখা যাবে ১০০ টাকার বিনিময়ে। পাশাপাশি আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, স্পেন-সহ ৩৮টি আন্তর্জাতিক বাজারে স্থানীয় মূল্যে এটি স্ট্রিমিং হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিটি জুন মাসে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ইতিমধ্যে ২৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে এই ছবি। এর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ও অভিনয়ের প্রশংসাও হয়েছে বিস্তর।
ইউটিউবে মুক্তির বিষয়ে আমির খান বলেন, “গত ১৫ বছর ধরে আমি ভাবছিলাম কীভাবে এমন দর্শকদের কাছে পৌঁছানো যায়, যাদের থিয়েটারে যাওয়ার সুযোগ নেই বা নানা কারণে যেতে পারেন না। এখন যেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। সরকারের ইউপিআই উদ্যোগ, দেশের ইলেকট্রনিক পেমেন্টে শীর্ষস্থানে উঠে আসা, ইন্টারনেটের অগ্রগতি ও ইউটিউবের বিস্তার—সব মিলিয়ে এখন অনেক বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছনো সম্ভব।” অভিনেতা জানান, তিনি চান সিনেমা যেন সবাই সহজে এবং সাশ্রয়ী মূল্যে দেখতে পারেন। “আমি চাই মানুষ যখন খুশি, যেখানে খুশি সিনেমা দেখতে পারুন। এই ধারণা যদি সফল হয়, তাহলে ভৌগোলিক ও অন্যান্য সীমাবদ্ধতা ভেঙে বিভিন্ন গল্প বলার সুযোগ পাবেন নির্মাতারা। নতুন প্রজন্মের সৃষ্টিশীল মানুষদের জন্যও এটি বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আমার বিশ্বাস, এটি সব পক্ষের জন্যই লাভজনক হবে,” তিনি যোগ করেন।
২০০৭ সালে প্রশংসিত ‘তারে জমিন পর’ ছবির অন্য ধরনের সিক্যুয়েল বলা হচ্ছে এই ছবিকে। ‘সিতারে জমিন পর’ এক বাস্কেটবল কোচের (আমির খান) গল্প, যিনি ১০ জন ভিন্নভাবে সক্ষম খেলোয়াড়কে প্রশিক্ষণ দেন। এটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক। আমির ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভনশালী, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। মুখ্য ভূমিকায় রয়েছেন জেনেলিয়া ডি’সুজাও।
ইউটিউব ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর গুঞ্জন সোনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ‘সিতারে জমিন পর’-এর এই এক্সক্লুসিভ মুক্তি “বিশ্বব্যাপী ভারতীয় সিনেমা বণ্টনের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।” তিনি বলেন, “ইউটিউব ইতিমধ্যেই প্রিমিয়াম কনটেন্টের জন্য এক গুরুত্বপূর্ণ ডিজিটাল স্থান। নির্মাতা ও কনটেন্ট নির্মাতাদের কাছে আমরা শুধু বিপুল ডিজিটাল রিচই দিচ্ছি না, সেইসঙ্গে দর্শকের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। এই রিলিজ ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে পা রাখার এক ঐতিহাসিক মুহূর্ত।”
বর্তমানে আমির প্রযোজনা করছেন ‘লাহোর ১৯৪৭’ যাতে সানি দেওল ও প্রীতি জিন্টা অভিনয় করছেন এবং জুনেইদ খান ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’। এরপর তিনি রজনীকান্ত অভিনীত ও লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয় করবেন, যা মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫।