নিজের দেশের আখের গোছাতে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বসেছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির নিয়ন্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা করতে গিয়ে ভারত ও রাশিয়া—দুই দেশের অর্থনীতিকেই মৃত বলে দেগে দিয়েছেন তিনি। বিরোধী চেয়ারে বসে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করতে দেরি করেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে তা শেষমেশ ব্যুমেরাং হয়েই ফিরে এসেছে তাঁর দিকে।
বুধবার নিজের ট্রুথ স্যোশালে ট্রাম্প যা লেখেন তার সারমর্ম হল – ভারত ও রাশিয়া—দুই দেশের অর্থনীতিই মৃত। আমার কোনও আগ্রহ নেই ভারত রাশিয়ার সঙ্গে কী করে। তারা চাইলে তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ডুবিয়ে দিক। আমাদের সঙ্গে তাদের ব্যবসা প্রায় নেই, ওদের ট্যারিফ অনেক বেশি।
বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে রাহুল গান্ধী জানান যে, ভারতের অর্থনীতি যে মৃত, তা সবাই জানেন। শুধু প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাদে। তাঁর আরও অভিযোগ আদানিকে সাহায্য করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি। মৃত অর্থনীতির স্বপক্ষে এক্স হ্যান্ডেলেও নানা তথ্য তুলে ধরেন তিনি।
তবে রাহুল গান্ধীর এই মন্তব্যের উল্টো সুর তৈরি হয়েছে তাঁর দলেই। ইদানীং বেসুরে বিজতে থাকা কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর ও রাজীব শুক্লা হাঁটেন ট্রাম্প বিরোধিতাতেই। থারুর বলেন, ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, এবং আমেরিকার অযৌক্তিক চাহিদার সামনে মাথা নোয়ানো উচিত নয়।
অন্যদিকে, রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা বলেন যে ভারতের অর্থনীতি দুর্বল নয়, ট্রাম্প বিভ্রমে আছেন। শিবসেনা (ইউবিটি) সাংসদ ও প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্রাম্পের অজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে, ভারত বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে রয়েছে।
পাশাপাশি এই ইস্যুতে রাহুলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “ট্রাম্পের মন্তব্যে রাহুল গান্ধীর সায় দেওয়া আসলে ভারতবাসীর অর্জন, আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের প্রতি অপমান।” বিজেপি নেতা কে আনন্দমালাইয়ের অভিযোগ, “রাহুল গান্ধী ভারতের উত্থান দেখতে অন্ধ, কিন্তু বিদেশি অপপ্রচারে দ্রুত সাড়া দেন।”
Leave a comment
Leave a comment