আগামী ৫ আগস্ট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদ, বিধায়ক ও দলের জেলা সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। এই বৈঠকে হাজির থাকবেন দলের কোর কমিটির সদস্যরা। আগে এই বৈঠক হওয়ার কথা ছিল ৮ আগস্ট।
দলীয় সূত্রের খবর, ভোটার তালিকা নিবিড় সংশোধন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলা ভাষা আন্দোলন নিয়ে বৈঠকে পথ নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে, আমার পাড়া আমার সমাধানের ক্ষেত্রে দলের ভূমিকা সম্পর্কেও দিক নির্দেশ করবেন বলে দলীয় সূত্রে খবর।
একই সঙ্গে আগামী ৬ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বাংলা ভাষা আন্দোল নিয়ে বড় সমাবেশ করবেন। তার আগে, বাংলা ভাষা আন্দোলনের অঙ্গ হিসাবে ময়দানে গান্ধী মূর্তি এলাকায় বেলা ২ থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদ সভা করবেন দলীয় সদস্যরা।
আমার পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘিরে প্রাথমিক ভাবে দলের যে সিদ্ধান্ত হয়েছে, তাতে প্রতিবুথে স্থানীয় মানুষজনকে জড়ো করা হবে। টেবিলের একদিকে থাকবেন ব্লকের অফিসাররা। অন্যদিকে বুথের বাসিন্দারা। এই সব বাসিন্দাই ঠিক করবেন বুথের কোন রাস্তা মেরামত বা তৈরি করতে হবে। কোথায় টিউবওয়েল বসবে। এ ছাড়াও অন্য যে সব স্থানীয় ছোটখাটো সমস্যা রয়েছে, তাও সমাধানের জন্য মানুষ প্রশাসনকে জানাবেন। আসলে এই প্রকল্পে প্রধান ভূমিকা থাকবে বুথের মানুষের। প্রশাসনের ভূমিকা প্রথমে মানুষের দাবি নথিভুক্ত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করা।