বলিউডের ভাইজান, অভিনেতা সলমন খান সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। আর তাতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে জোরদার জল্পনা। সাদা পাঞ্জাবি পরে, একটি মঞ্চে দাঁড়িয়ে ভিড়ের উদ্দেশে ‘নমস্কার’ জানিয়ে তিনি ক্যামেরার দিকে পেছন ফিরে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটির সঙ্গে লেখা, ‘মিলতে হ্যায় এক নয়ে ময়দান মে’ — অর্থাৎ, ‘দেখা হবে এক নতুন ময়দানে।’ পোস্টটি প্রকাশ্যে আসার পরই ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে নানা রকম অনুমান, জল্পনা। সলমনের মুখ দেখা না গেলেও, এই একটিমাত্র ছবি ঘিরেই আলোচনা একেবারে তুঙ্গে। কেউ বলছেন তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন, আবার কেউ ধরে নিচ্ছেন এটি হয়তো তাঁর আগামী কোনও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি সিনেমার প্রচার পর্বের শুরু। তবে অভিনেতার তরফ থেকে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি।
এ বছর সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’ মুক্তি পায়, যেখানে তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দান্না। ছবিটি বাজেটের দিক থেকে বড়সড় হলেও, বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। এ.আর. মুরুগাদোস পরিচালিত এই ছবিতে দুর্বল চিত্রনাট্য, অনুপ্রেরণাহীন পরিচালনা এবং নিষ্প্রাণ অভিনয় নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ছবিতে সলমনকে ‘সঞ্জয় সিকন্দর রাজকোট’ চরিত্রে দেখা যায়, যিনি নিজের স্ত্রীর মৃত্যুর পর তিন জন অঙ্গপ্রত্যঙ্গ গ্রহীতার জীবন রক্ষার জন্য সংগ্রাম শুরু করেন। রশ্মিকা অভিনীত সাইশ্রীর চরিত্রটি তাঁর এই রূপান্তরের মূল চালিকা শক্তি।
‘সিকন্দর’-এর ব্যর্থতার পর সলমন ঘোষণা করেন তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর কথা, যেখানে তিনি একজন সেনার ভূমিকায় অভিনয় করবেন। ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা সংঘর্ষকে কেন্দ্র করে এই ছবির গল্প। এতে সলমনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
তবে এই ইঙ্গিতপূর্ণ ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, সলমন হয়তো তাঁর চিরাচরিত অ্যাকশন স্টাইলের বাইরে নতুন কিছু এক্সপেরিমেন্টাল প্রজেক্টে হাত দিচ্ছেন। এর পাশাপাশি তিনি ‘বিগ বস ১৯’-এর সঞ্চালক হিসেবেও পর্দায় ফিরবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, সলমনের ‘নতুন ময়দান’ আদতে কী, সেটাই দেখার বিষয়।
