পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে বয়কটের পথে হেঁটেছে ভারত। সেই প্রেক্ষিতে সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে নামতে চাননি শিখর ধাওয়ান, হরভজন সিংরা। এই ঘটনার পরই এক বড় সিদ্ধান্ত নেওয়া হল ওয়াঘার ওপারে। আগামী দিনে আর কখনওই কোনও প্রাইভেট লিগে দেশের নাম ব্যবহার করা যাবে না। বোর্ড অব ডিরেক্টরস মিটিং-এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০২৪ থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস তথা ডব্লু সি এল। যা বুড়োদের বিশ্বকাপ নামেও পরিচিত। গত বছর পাকিস্তানকে হারিয়েই এই প্রাইভেট প্রতিযোগিতাটির উদ্বোধনী সংস্করণ জিতে নেয় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। তবে এ বারের প্রেক্ষপট একেবারেই আলাদা। ভারত-পাক সামরিক সংর্ঘষের পরিস্থিতিতে গ্রুপ লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা।
এরপর সেমিফাইনালে দু’দল ফের মুখোমুখি হলেও একই ঘটনার পুনরাবৃত্তি। বৃহস্পতিবার বার্মিংহামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু ভারতীয় দল সেই ম্যাচ তথা প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় ম্যাচ না খেলেই সরাসরি ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। অন্যদিকে বিদায় নিতে হয় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন দলকে। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন পাক বোর্ডের আধিকারিকরা। তারপরই সমবেতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস বা এই জাতীয় কোনও প্রাইভেট প্রতিযোগিতাতেই দেশের নাম ব্যবহার করা যাবে না। অর্থাৎ আগামীতে এই জাতীয় অপেশাদার লিগে পাক ক্রিকেটারদের নিয়ে দল বানানো হলেও সেই দলের নামে ‘পাকিস্তান’ শব্দটি রাখা যাবে না।
এ দিকে এই ডামাডোলের মাঝেই শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ফাইনালে নামতে চলেছেন শাহিদ আফ্রিদিরা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা সেমিফাইনালে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই বছর যেন দক্ষিণ আফ্রিকার শাপমোচনের বছর। সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে তারা। এ বার পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে বুড়োদের বিশ্বকাপটাও তারা ছিনিয়ে নিতে পারে কি না সেটাই দেখার।