ফের শোকের ছায়া বাংলার খেলার জগতে। মাত্র ২২ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। দুর্দান্ত পারফরম্যান্সের জেরে সিএবি’র তরফে বিশেষ পদক পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার জিম করার সময় মৃত্যু হয়েছে তাঁর। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
বিরাট কোহলির ভক্ত প্রিয়জিতের বাড়ি জামবুনিতে। শুক্রবার বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় প্রতিদিনের মতো জিম করছিলেন তিনি। এমন সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। এরপর তড়িঘড়ি তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাংলার তরুণ এই ক্রিকেটারকে।
মাত্র ২২ বছর বয়সেই জেলা ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন প্রিয়জিৎ। গত ২০১৮-১৯ মরশুমে সিএবি’র আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় সর্বাধিক রান করে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর সিএবি’র তরফে পুরস্কারও পান। স্বপ্ন ছিল বাংলার হয়ে রনজি খেলে জাতীয় দলে জায়গা করে নেওয়ার। কিন্তু তার আগেই সব শেষ।
এদিকে জিম করতে করতে কীভাবে হৃদরোগে আক্রান্ত হলেন তা নিয়ে নানা চর্চা চলছে। চিকিৎসকদের দাবি, কম বয়সে হৃদরোগ আক্রান্ত হওয়ার বিষয়টি বর্তমানে একটি গুরুতর সমস্যা। জানা গিয়েছে, প্রিয়জিৎ নিয়মিত শরীরচর্চা করতেন। ফলে তাঁর অকালে এভাবে চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ দায়ী করছেন কোভিড ও তার পরবর্তী পরিস্থিতিকেও।