কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বাড়িতে বোমাতঙ্ক। রবিবার দুপুরে একটি ফোন আসে পুলিসের কাছে। ফোনে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই বোমা বিস্ফোরণে গডকরির ওয়ার্ধা রোডের বাড়ি উড়িয়ে দেওয়া হবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র আতঙ্ক ছড়ায় গোটা শহরে। শুরু হয় মন্ত্রীর বাড়ি এবং আশপাশের অঞ্চলে বোমার তল্লাশি। তবে শেষ পর্যন্ত কোনও বোমা মেলেনি। বোমা না মেলায় হাফ ছেড়ে বাঁচে পুলিস ও প্রশাসন।
ডিসিপি ঋষিকেশ রেড্ডি জানিয়েছেন, নাগপুর পুলিসের ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন আসে। কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোনে জানান, কেন্দ্রীর মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত নিরাপত্তারক্ষী পাঠানো হয় গডডকরির বাড়িতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। তবে শেষ পর্যন্ত বোমার হদিশ মেলেনি। এই ঘটনায় উমেশ বিষ্ণু রাউত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বিরুদ্ধে প্রতাপনগর থানায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উমেশ একটি মদের দোকানে কাজ করে। নিজের মোবাইল থেকেই সে পুলিসকে ফোন করেছিল। কেন সে এই কাজ করেছিল, তা জানতে উমেশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Leave a comment
Leave a comment