পশ্চিমবঙ্গে জলপথ পর্যটনের নতুন দিগন্ত খুলতে চলেছে আগামী বছরের মার্চ মাস থেকে। এখনও লঞ্চ তৈরি হয়নি। কিন্তু মার্চ থেকে জুন মাস পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে। আপাতত বাবুঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত চলবে এই লঞ্চ। পরে তা ফারাক্কা পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মইনুল হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই লঞ্চে থাকবে অত্যাধুনিক সমস্ত পরিকাঠামো এবং প্রমোদ ভ্রমণের সমস্ত রকম সুযোগ সুবিধা। এমনকী ওয়াইফাই ব্যবস্থাও।
সাধারণ লঞ্চ থেকে এই সব লঞ্চ হবে ভিন্ন। বড় জাহাজে যেমন কোনও রকম দোলা ছাড়ায় যাত্রীরা যাতায়ত করেন, তেমনই হবে এই লঞ্চগুলি। লঞ্চের জলের উপরের অংশ ঢাকা থাকবে কাচ দিয়ে। তবে থাকবে একটি উন্মুক্ত ডেক, যেখানে বসে যাত্রীরা গঙ্গার হাওয়া খেতে খেতে নদীর দু’পাশের প্রকৃতি, জনপদের বৈচিত্র্য অনুভব করতে পারবেন। লঞ্চে শুধু বসা নয়, থাকবে ঘুমানোর ব্যবস্থাও। কারণ, এই প্রমোদ ভ্রমণের সময়কাল তিনদিন।
মইনুল হাসান জানান, প্রতিটি লঞ্চে ২০০ জন যাত্রী উঠতে পারবেন। বাবুঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত তিন দিনের এই প্রমোদ ভ্রমণের খরচ পড়বে মাথাপিছু সাড়ে তিন লাখ টাকা। মূলত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই এই লঞ্চ পরিসেবা চালু করা হচ্ছে।
তিনি জানান, এই লঞ্চগুলি নির্মাণ করছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স কর্পোরেশন। লঞ্চ পিছু তৈরির খরচ পড়ছে ২৩ কোটি টাকা।
Leave a comment
Leave a comment