বিগত কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে ‘সইয়ারা’ ঝড়। প্রতিদিনই আয় বাড়ছে অহন পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ছবির। রীতিমতো নজিরও গড়ছে। এই ছবির প্রশংসায় মুখর বলিউড তারকারাও। নবাগত এই জুটি রাতারাতি তারকা। তাঁদের নিয়ে তৈরি এই মিউজিক্যাল ছবি এখন ইতিহাস লিখছে। মোহিত সূরির পরিচালনায় তৈরি এই ছবিটি মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যেই ৩০০ কোটি টাকার ক্লাবে পৌঁছতে চলেছে, যা নতুন মুখদের নিয়ে তৈরি ছবির ক্ষেত্রে এক অসাধারণ সাফল্য। সেই সঙ্গে আরও এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে ‘সইয়ারা’র মুকুটে। এই ছবিই হতে চলেছে যশরাজ ফিল্মসের প্রথম প্রযোজনা, যা নেটফ্লিক্সে মুক্তি পাবে।
‘সইয়ারা’ শুধুই দর্শক বা ভক্তদের নয়, প্রশংসা পেয়েছে বলিউডের একাধিক তারকার কাছ থেকেও। আলিয়া ভাট, রণবীর সিং, আমির খান, মহেশ বাবু, অর্জুন কাপুর, আমিশা পটেল, সিদ্ধার্থ আনন্দ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, করণ জোহর, অনুরাগ বসু এবং অনিল কাপুরের মতো তারকারা ছবির চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। ছবির মুক্তির আগেই পরিচালক মোহিত সূরি ‘ফার্স্টপোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যখন ‘জহর’ বানালাম, তখন বলা হল এটা ‘মার্ডার’-এর মতো। যখন ‘এক ভিলেন’ করলাম, বলা হল এটা ‘মার্ডার ২’-এর মতো। ‘মলং’ বানালে বলা হল এটা ‘এক ভিলেন’-এর মতো। ‘আশিকি ২’-এর সময় বলা হল এটা ‘ও লমহে’ ও ‘রকস্টার’-এর মতো। তো আমার পরের ছবি যদি কেউ দেখে বলে ‘সইয়ারা’-এর মতো দেখাচ্ছে, তবে সেটা তো ভালোই! কারণ মানুষ যদি আমার কাজকে আমার আগের কাজের সঙ্গে তুলনা করে, অন্য কারও সঙ্গে না করে, তাহলে সেটা ইতিবাচক।”
অন্যদিকে অজয় দেবগণ ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অফ সর্দার ২’ এবং সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ‘ধড়ক ২’-এর মতো নতুন ছবি মুক্তি পেলেও ‘সইয়ারা’ তার তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে একভাবে টিকে থাকবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। এই মুহূর্তে বলিউডে ‘সইয়ারা’ই যেন নতুন আলো দেখাচ্ছে।