আরও বিপাকে তেজস্বী যাদব। লালু পুত্রের বিরুদ্ধে দায়ের হল পুলিশের কাছে অভিযোগ। পাটনার দিঘা থানায় আরজেডি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজীব রঞ্জন নামে এক আইনজীবী। ওই আইনজীবীর প্রশ্ন, একজন জনপ্রতিনিধি কেন এবং কীভাবে দু’টি ভোটার কার্ড ব্যবহার করছেন? রাজ্যের বিরোধী দলনেতার কেন দুটি ভোটার কার্ড থাকবে?
উল্লেখ্য, ১ অগস্ট বিহারের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার তেজস্বী অভিযোগ করেন, খসড়া তালিকায় তাঁর নাম নেই। ২৪ ঘণ্টার মধ্যে কমিশন জানায়, তেজস্বীর দু’টি এপিক নম্বর রয়েছে। জাল ভোটার কার্ড দেখিয়ে বিস্ফোরক অভিযোগ করার কারণে ইতিমধ্যেই তেজস্বীকে নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন।
এবার বিহারের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হল পুলিশের কাছে অভিযোগ। একদিকে কমিশনের নোটিস অন্যদিকে পুলিশের কাছে অভিযোগের জোড়া ফলায় কিছুটা ব্যাকফুটে তেজস্বী।
আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই ঘটনা সেই নির্বাচনে তেজস্বীকে বিপাকে ফেলে কিনা সেটাই দেখার।
Leave a comment
Leave a comment