রাজ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাড়তে চলেছে বুথের সংখ্যা। ইতিমধ্যেই বুথপ্রতি সর্বাধিক ১২০০ ভোটার থাকবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তদনুযায়ী জেলায় জেলায় বুথপ্রতি ভোটার সংখ্যা কত রয়েছে, তা জানতে জেলায় জেলায় বিধানসভা কেন্দ্র অনুযায়ী পরিসংখ্যান জোগাড়ের কাজ শুরু করেছে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত চারটি কেন্দ্রের পরিসংখ্যান এসে পৌঁছয়নি সিইও দপ্তরে। এই চারটি কেন্দ্র হল দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ কেন্দ্র এবং বীরভূম জেলার দুবরাজপুর, নানুর ও মুরারই কেন্দ্র। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা রয়েছে ৮১ হাজারের কিছু বেশি। এই চার বিধানসভা কেন্দ্রের ভোট বুথের তালিকা দপ্তরে এসে পৌঁছলেই রাজ্যে বুথপ্রতি ভোটার সংখ্যার সার্বিক চিত্রটি স্পষ্ট হবে। ইতিমধ্যেই বাকি ২৯০টি কেন্দ্রের ভোট বুথের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলেও দপ্তর সূত্রে জানানো হয়েছে। অবশ্য এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা মনে করছেন ‘২৬-এর নির্বাচনে প্রায় ১৪ হাজার ভোটের বুথ বাড়তে পারে বাংলায়।
উল্লেখযোগ্য, ২৯৪টি কেন্দ্রের সার্বিক তালিকা তৈরি হলেই তার ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হবে। সর্বদলে রাজনৈতিক দলগুলির হাতে ২৯৪টি কেন্দ্রের বুথপ্রতি ভোটার তালিকা তুলে দেওয়া হবে। এরপর দশ দিন সময় দেওয়া হবে সেইসব স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জানানোর জন্য। দলগুলির মতামত পাওয়ার পর সেই মতামত এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মতামত একসঙ্গে করে পাঠানো হবে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। মুখ্য নির্বাচন কমিশনার তথা জাতীয় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জাতীয় কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতেই রাজ্যে তৈরি হবে অতিরিক্ত বুথ। যে বুথে সর্বাধিক ভোটার সংখ্যা হবে অনধিক ১২০০। তাই এখন রাজ্যে নতুনভাবে মোট ভোটকেন্দ্র কত হবে, তা স্থির করতে এই চার বিধানসভা কেন্দ্রের রিপোর্টের দিকেই তাকিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। বুথের নতুন তালিকার ভিত্তিতেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে।