সুকুমারের পরিচালনায় আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে। ছবিটি মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে এসে ভারতে ৩০ কোটির বেশি রুপি আয় করেছে। শুক্রবার, ১৩ ডিসেম্বর পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫৮.৯৩ কোটি রুপিতে, যা প্রথম সপ্তাহে ৭২৫.৮ কোটি ছিল।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিল ১৬৪.২৫ কোটি রুপি, এবং পরবর্তী দিনগুলোতে আয় বৃদ্ধি পায়। প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি এবং সপ্তাহান্তে শনি ও রবিবারে যথাক্রমে ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। ছবিটির বক্স অফিস সাফল্য ধরে রেখেছে এবং এটি দেশের বিভিন্ন অঞ্চলে ভালো সাড়া ফেলেছে।
তবে, ছবিটির প্রিমিয়ারের সময় হায়দরাবাদে ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা উপস্থিত ছিলেন প্রিমিয়ারে, এবং তাদের দর্শন করতে ভিড় জমে যায়। এক পর্যায়ে পদপিষ্ঠ হয়ে মারা যান ৩১ বছর বয়সী এক মহিলা, এবং তার সন্তান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
এই ঘটনায় পুলিশের অভিযানে আল্লু অর্জুনকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। তবে, তেলেঙ্গানা হাইকোর্ট তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন প্রদান করে। এই ঘটনায় বিভিন্ন সেলিব্রিটি, যেমন বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা, রাম গোপাল ভার্মা এবং বিবেক ওবেরয় সহ অনেকেই সোচ্চার হয়েছেন।
