ফের ওয়াসিম জাফরের নিশানায় প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। সোমবার গিলের টিম ইন্ডিয়া ওভালে জিতে সিরিজ ২-২ ড্র রাখতেই এক্স হ্যান্ডেলে ভন তথা গোটা ইংল্যান্ড দলকে বিদ্রূপের বাণে বিদ্ধ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে বেশি বাউন্ডারি মারার নিরিখে জিতেছিল ইংল্যান্ড। সেই প্রসঙ্গ টেনে এনে খোঁচা জাফরের।
একজন ভারতবিদ্বেষী হিসেবে ক্রিকেট দুনিয়ায় নিজের একটি আলাদাই জায়গা করে নিয়েছেন মাইকেল ভন। সমাজ মাধ্যমে মাঝে মাঝেই তাঁকে ভারতীয় ক্রিকেট সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর পোস্ট করতে দেখা যায়। সে সব পোস্টের বিরোধিতা করে পাল্টা দিতে দেখা যায় জাফরকেও। দুয়ের দ্বৈরথ রীতিমতো উপভোগ্য নেটিজেনদের কাছে।
সদ্য সমাপ্ত সিরিজের আগেও দেখা গিয়েছিল একই ছবি। সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই নিজের দেশের হয়েই বাজি ধরেছিলেন ভন। সিরিজ শেষে তার জবাব দিলেন জাফর। ভনকে উল্লেখ করেই তিনি লিখেছেন, “সিরিজ ড্র। কিন্তু বেশি বাউন্ডারি মারার সুবাদে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি জিতেছে ভারত।” মুহূর্তে মধ্যেই ভাইরাল হয়ে যায় জাফরের এই পোস্ট।
২০১৯ বিশ্বকাপ ফাইনালে ঘটেছিল এ হেন ঘটনা। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যেকার এই ফাইনাল টাই হয়েছিল। এরপর সুপার ওভারও টাই হওয়ায় তৎকালীন নিয়ম অনুযায়ী, গোটা ম্যাচে বেশি সংখ্যক বাউন্ডারি মারার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিটিশরা। এ বার সেই ঘটনাই টেনে ভন এবং সেইসঙ্গে ইংরেজ দলকে খোঁচা দিলেন ওয়াসিম জাফর।
