উত্তরপ্রদেশের প্রয়াগরাজে টানা বৃষ্টিতে রাস্তাঘাট থেকে ঘরবাড়ি, সবই জলের নীচে। চারপাশ যখন জলে ডুবে আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ, তখন এক ব্যতিক্রমী দৃশ্য উঠে এল এক পুলিস অফিসারের হাত ধরে। নিজের প্লাবিত বাড়িকেই গঙ্গাস্নানের তীর্থক্ষেত্র বানিয়ে ফেলেছেন সাব-ইন্সপেক্টর চন্দ্রদীপ নিশাদ।
চন্দ্রদীপ নিশাদ নিজেকে এক সময়ের জাতীয় স্তরের সাঁতারু বলে দাবি করেন। বর্তমানে প্রয়াগরাজের এলাহাবাদ হাইকোর্টে ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বৃষ্টির কারণে যখন গঙ্গার জল তাঁর বাড়িতে ঢুকে পড়েছে, তখন তিনি সেই ঘটনাকে গঙ্গা মায়ের ঘরে আগমন হিসেবে দেখেছেন। তার পরেই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি।
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরেই তিনি নিজের বাড়ির ভেতরেই দাঁড়িয়ে গঙ্গার জলে পুজো দিচ্ছেন, ফুল ছড়াচ্ছেন আর বলছেন, “জয় গঙ্গা মাইয়া কি! মা আপনি আমার দরজায় এসেছেন, আমি ধন্য হয়ে গেলাম।” এই ভিডিয়ো ইতিমধ্যেই ২০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। নেটদুনিয়া জুড়ে চলছে আলোচনা। নিত্যদিনই তিনি বন্যার জল দাঁড়িয়ে ভিডিয়ো করছেন, কখনও স্নান করছেন, কখনও আবার সাঁতার কাটছেন।
আরেকটি ভিডিয়োতে পুলিস অফিসার নিশাদ বলছেন, “কত হাজার হাজার মানুষ কুম্ভমেলায় গিয়ে গঙ্গাস্নান করে, আমার তো সেই দরকারই পড়ল না। মা নিজেই এসে স্নানের সুযোগ দিলেন।” আরেকটি ভিডিয়োতে দেখা যায়, তিনি নিজের বাড়ির প্রথম তলার জানালা থেকে জলে ঝাঁপ দিচ্ছেন, যদিও নিজেই দর্শকদের সতর্ক করে বলছেন, “এটা বাড়িতে করার চেষ্টা করবেন না।”
সবচেয়ে আলোচিত ভিডিয়োটি হল, যেখানে তিনি ছাদের কিনারায় দাঁড়িয়ে দুই তরুণীর সঙ্গে একসাথে জলে ঝাঁপ দেন। পুলিসকর্মীর এমন ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ধর্মীয় আবেগে মেশানো কর্মকাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।