কলকাতা সুপার লিগের প্রিমিয়ার ডিভিশনে হেরে পিছিয়ে পড়েছে ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের গ্রুপ পর্বে বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তারা কিন্তু বেশ ভালো জায়গায়। আপাতত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়াই মূল লক্ষ্য অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল এবং হোসে মোলিনার মোহনবাগানের। তাছাড়া আইএসএল ঘিরে অনিশ্চয়তা চলায় সিজন ওপেনার ডুরান্ড কাপ টুর্নামেন্টকেই আপাতত পাখির চোখ করেছে ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব।
বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে নামধারী এফ সি-র সঙ্গে খেলা আছে ইস্টবেঙ্গলের। আই লিগের দলের বিরুদ্ধে ম্যাচ শুরু হবে সন্ধে ৭ টা থেকে। প্রসঙ্গত ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল লালহলুদ শিবির। গোলদাতা লালচুঙনুঙ্গা, ক্রেসপো, বিপিন সিং. দিমিত্রি এবং মহেশ। লাল-হলুদের স্প্যানিশ কোচ ব্রুজো ডুরান্ডকে বাড়তি গুরুত্ব দেওয়ায় পূর্ণশক্তির দলই নথিভুক্ত করানো হয়েছে।
দলে বিদেশিদের তালিকায় দিমিত্রি ছাড়াও রয়েছেন মিডফিল্ডার ক্রেসপো, ফিগেরা ও রশিদ। আছেন ডিফেন্ডার কেভিন সিবিল। গোলে প্রভসুখন গিল ও দেবজিৎ মজুমদার, ডিফেন্ডার আনোয়ার আলি, লালচুঙনুঙ্গা, মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, ফরোয়ার্ডে পিভি বিষ্ণু, নন্দকুমার শেখর। রয়েছেন নবাগত ডিফেন্ডার রায়না ও বিপিন সিং।
ইস্টবেঙ্গল যখন তাদের পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ডের জন্য ঝাঁপিয়েছে,তখন পিছিয়ে পড়তে রাজি নয় গত মরসুমের দ্বিমুকুট জয়ী মোহনবাগানও। ডুরান্ডে গতবছর ফাইনালে উঠেও খেতাব হারাতে হয়েছিল নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে। এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই ফুটবলরাদের তৈরি করছেন বাগানের হেড কোচ মোলিনা। আগামী শনিবার শক্তিশালী প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফ সির বিরুদ্ধে রয়েছে ম্যাচ। কিবু ভিকুনার ডায়মন্ড হারবারও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তাই দলের বিদেশিদের পাশাপাশি কোলাসো-সাহালদের নিয়ে নিবিড় প্রস্তুতি সেরে নিতে চায় সবুজ মেরুণ শিবির।